সর্বশেষ
সঞ্চয়পত্রের মুনাফার হার কমলো
সমাজকে সঙ্গে নিয়েই চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়: উপাচার্য
আবু সাঈদের কবর জিয়ারত দিয়ে শুরু হলো এনসিপির মাসব্যাপী কর্মসূচি
৪৪তম বিসিএসের ফল এক ক্লিকে দেখুন এখানে
‌‘আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিলাম’
আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা নাকচ করল পাকিস্তান
গলার ত্বক টান টান রাখতে যা করবেন
সরকারি চাকরি চান? বড় নিয়োগের সুযোগ এসেছে
গুগল ক্রোম বন্ধ হচ্ছে কিছু ফোনে, আপনারটা কি তার মধ্যে আছে?
ভিআইপিদের লাগেজ তল্লাশিতে অধিকতর মনোযোগের নির্দেশ
খালি পেটে ওষুধ খেলে হতে পারে যেসব বিপদ
পাইরেসির শিকার প্রভাসের ২০০ কোটির সিনেমা, বিপাকে নির্মাতারা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গাজায় সমুদ্রতীরবর্তী ক্যাফেতে ইসরাইলের হামলায় নিহত ২০
বিক্ষোভে উত্তাল ছিল ক্যাম্পাস

কাতারে ৬০৩ হাফেজকে বিশেষ সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক

কাতারে সমাজকল্যাণ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় দেশটির ৬০৩ কোরআনের কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দিয়েছে। মন্ত্রণালয়ের দাওয়াহ বিভাগ বার্ষিক এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে কোরআন শিক্ষা কেন্দ্র থেকে শিক্ষা সমাপণকারী কৃতি ৬০৩ শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে। এসব শিক্ষার্থী ২০২৩ ও ২০২৪ সালে কোরআন শিক্ষা কেন্দ্র থেকে পাঠ গ্রহণ করেছে। দোহায় অবস্থিত কাতারের জাতীয় মসজিদ ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহাব মসজিদে মনোজ্ঞ এই সম্মাননার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কাতারের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী গানিম বিন শাহিন আল গামিন। এতে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সহকারী সচিব শেখ খালিদ বিন মুহাম্মদ বিন গানিম আল থানি। অনুষ্ঠানে নির্বাচিত শিশুদের তিলাওয়াতও শোনা হয়।

সম্মাননার জন্য নির্বাচিত শিক্ষার্থীরা শিক্ষাক্রমের বিভিন্ন স্তর থেকে এসেছে। তবে তারা সম্পূর্ণ কোরআন মুখস্ত করেছে। এছাড়াও কোরআনের শিক্ষা প্রসারে বিশেষ অবদান রাখায় কোরআন শিক্ষা কেন্দ্রের নির্বাচিত ১৫ প্রধান এবং এক শ শিক্ষককেও সম্মানিত করা হয়েছে। দাওয়াহ বিভাগের পরিচালক জসিম বিন আবদুল্লাহ আল আলী বলেন, এই অনুষ্ঠানের আয়োজন হাফেজদের সম্মানিত করার ক্ষেত্রে মন্ত্রণালয়ের প্রতিশ্রুতির প্রতিফলন। এর মাধ্যমে শিক্ষা ও নৈতিক প্রতিষ্ঠান হিসেবে কোরআন শিক্ষা কেন্দ্রগুলোর ভূমিকা জোরাল হবে। প্রতিষ্ঠানটি আগামী প্রজন্মের ভেতর ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে ভূমিকা রাখছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।’
অনুষ্ঠানে কোরআন শিক্ষা কেন্দ্রের অগ্রগতি সম্পর্কে বলা হয়, ২০২৩ সালে কোরআন শিক্ষা কেন্দ্র ছিল ১৩২টি যা ২০২৪ সালে বেড়ে ১৪৮টিতে উন্নীত হয়েছে। ২০২৪ সালে এসব কেন্দ্রে প্রায় ১৯ হাজার শিক্ষার্থী ভর্তি হয়। যার মধ্যে কাতারি শিশুদের সংখ্যা দুই হাজার ২৪৯ জন। সূত্র: দ্য পেনিনসুলা

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ