খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো সম্প্রতি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতের ২০ টি পদে মোট ৫৯ জনকে নিয়োগেএ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ জুলাই (২০-০৭-২০২৫) পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
১। সিনিয়র সহকারী পরিচালক-০১
২। বৈজ্ঞানিক কর্মকর্তা-০৬
৩। খামার তত্ত্বাবধায়ক-০৪
৪। সহকারী পরিচালক-০২
৫। মেডিকেল অফিসার-০১
৬। সহকারী প্রকৌশলী-০২
৭। সহকারী মেইনটেনেন্স (ইঞ্জিয়িার)-০১
৮। হিসাবরক্ষণ কর্মকর্তা-০১
৯। উপসহকারী প্রকৌশলী-০৩
১০। ব্যক্তিগত সহকারী-০১
১১। হিসাব রক্ষক-০১
১২। প্রধান সহকারী-০১
১৩। উচ্চমান সহকারী-০৩
১৪। বৈজ্ঞানিক সহকারী-১৫
১৫। অডিটর-০১
১৬। কম্পউন্ডার-০১
১৭। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৫
১৮। টেকনিশিয়ান-০১
১৯। ষ্টোর কিপার-০১
২০। অফিস সহায়ক-০৮
আবেদনেরযোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
চাকরি আবেদনেরবয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ২০-০৭-২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।