গত ১ আগস্ট ছিল বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর জন্মদিন। বন্ধু আর কাছের মানুষদের নিয়ে ঘটা করেই দিনটি উদযাপন করেছেন। যার রেশ এখনও কাটেনি বলেই দাবি অভিনেত্রীর।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে তাপসী বলেছেন, ‘এই প্রথম মনে হচ্ছে, দুই সপ্তাহ পেরিয়েও জন্মদিন উদযাপন শেষ হচ্ছে না, চলছে তো চলছেই। আসলে বিশেষ এই দিনটিকে ঘিরে একদিনই সবার সঙ্গে আনন্দ-উল্লাস করি। কিন্তু পরপর দুটি সিনেমা মুক্তি পাওয়ায় একের পর এক ট্রিট দিতেই হচ্ছে।’
তাঁর এ কথায় স্পষ্ট যে, অভিনয় জীবনের দারুণ একটি সময় পার করছেন তিনি। গত ৯ আগস্ট মুক্তি পেয়েছে তাপসী পান্নু অভিনীত সিনেমা ‘ফির আয়ি হাসিন দিলরুবা’; যা এরই মধ্যে দর্শকের মনোযোগ কেড়েছে। এরপর ১৫ আগস্ট মুক্তি পেয়েছে ‘খেল খেল মে’।
যে সিনেমা নিয়ে দর্শক আলোচনা চলছিল অনেক দিন থেকে। কারণ, এই সিনেমার সাফল্য-ব্যর্থতার সঙ্গে জুড়ে আছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ভবিষ্যৎ। টানা ৯টি সিনেমা ফ্লপ হওয়ায়, তাঁর ক্যারিয়ারের ভাগ্যলিপি লিখতে চলেছে ‘খেল খেল মে’। তবে তাপসী এই সিনেমা নিয়ে যথেষ্ট আশাবাদী।
তাঁর কথায়, ‘বিয়ে নিয়ে সাধারণ মানুষের মনোভাব, দুর্বলতা, আকাঙ্ক্ষা ছাড়াও বন্ধ্যত্ব, সমকামিতা, এমনকি যৌন নির্যাতনের মতো বিষয়গুলো সিনেমার গল্পে সূক্ষ্মভাবে তুলে আনা হয়েছে। সেখানে সংবেদনশীলতা যেমন আছে, তেমনি আছে অন্তর্নিহিত বার্তা; যা দর্শক মনে ছাপ ফেলবে বলেই মনে করি।’
‘ফির আয়ি হাসিন দিলরুবা’ নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই বলিউড তারকা। বলেছেন, ‘২০২১ সালে মুক্তি পাওয়া রোমান্টিক-থ্রিলার সিনেমা ‘হাসিন দিলরুবা’র সিক্যুয়াল নির্মাণ সহজ ছিল না। কিন্তু সেই কঠিন কাজটি পরিচালক জয়প্রদ দেশাই এমনভাবে করেছেন, যা দেখে দর্শক প্রশংসা না করে পারেনি।’