চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে সারাদেশে নকল অসদুপায় অবলম্বন এবং নিয়ম ভঙ্গের দায়ে ৬২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিকে, আজ মঙ্গলবার (১ জুলাই) পরীক্ষায় অনুপস্থিত ছিল ২৪ হাজার ৮৯১ জন পরীক্ষার্থী।
শিক্ষা বোর্ডগুলোর মোর্চা বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। জানানো হয়, এদিন ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র, বাংলা প্রথম পত্র, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২ এবং উচ্চতর গণিত-২ পরীক্ষার মাধ্যমে তৃতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষা বোর্ডগুলোর পাঠানো পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদনের ভিত্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
জানানো হয়েছে, আজ সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৫১ হাজার। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১১ লাখ ৭২ হাজার ৬৯ (১,১৭২,০৬৯) জন। অনুপস্থিত ছিল ২৪ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী— যা মোট পরীক্ষার্থীর ২.৪১ শতাংশ।