দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম কালের কণ্ঠের মাল্টিমিডিয়া এক বছরে পদার্পণ করল। মাত্র এক বছরে দর্শক-শুভানুধ্যায়ীর ভালোবাসায় দুর্বার গতিতে এগিয়ে চলা মাল্টিমিডিয়া বিভাগ আজ অগণিত পাঠকুকলের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
গত বছরের জুলাই আন্দোলনের উত্তাল সময়ে আকাশসমান চ্যালেঞ্জ সামনে রেখে জন্ম নেয় কালের কণ্ঠ মাল্টিমিডিয়া। জুলাইয়ের ১ তারিখে শুরু হয় এর আনুষ্ঠানিক কার্যক্রম।
এরই মধ্যে সমাজ, রাজনীতি, অর্থনীতিসহ মানুষের যাপিত জীবনের অলিগলিতে পৌঁছে গেছে বিভাগটি।
এক বছর পূর্তির দিনটিতে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত কালের কণ্ঠ পরিবার। আজ মঙ্গলবার সকাল থেকেই চলছে উৎসবমুখর পরিবেশে উদযাপন। রাখা হয়েছে দিনভর আয়োজন।
সকাল ৮টার দিকে মাল্টিমিডিয়া কর্মীদের উপস্থিতিতে সরব হয়ে উঠে কালের কণ্ঠ মিডিয়া প্রাঙ্গণ। ধীরে ধীরে জড়ো হতে থাকেন সারা দেশ থেকে আগত সাংবাদিক কর্মীরা। দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকছে যোহরের নামাজের বিরতি। এর পর দুপুরের খাবার।
খাবার পর্বের পর রয়েছে মাল্টিমিডিয়ার অগ্রগতি নিয়ে আলোচনা।
এরপর হবে সাংস্কৃতিক আয়োজন। কালের কণ্ঠের আয়োজনে শামিল হবেন আমন্ত্রিত অতিথিরা। স্বনামধন্য সংগীতশিল্পীদের পাশাপাশি গান গাইবেন কালের কণ্ঠের কর্মীরাও। নাচে গানে জমজমাট এক আসরের আয়োজন করা হয়েছে।
এরপর আসরের নামাজের বিরতি। বিকেল ৫টার দিকে মাল্টিমিডিয়া ও অনলাইন বিভাগে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হবে। বিকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে ফল উৎসব ও ফটোসেশন। সন্ধ্যা ৭টার দিকে শুরু হবে লটারি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। যার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হবে।
কালের কণ্ঠ মাল্টিমিডিয়া বিভাগের বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। কালের কণ্ঠের অগণিত পাঠক ও দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সত্যে তথ্যে সবার আগে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া। গত এক বছরের যাত্রায় কালের কণ্ঠ মাল্টিমিডিয়া ছুঁয়েছে অগণিত পাঠকের মন। আমাদের মাল্টিমিডিয়া বিভাগ শুধু প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলেইনি, বরং কনটেন্ট নির্মাণে নতুন মাত্রা যোগ করেছে। গত এক বছরে যে উদ্ভাবনী কাজ ও দর্শকপ্রিয়তা তারা অর্জন করেছে, তা প্রশংসার যোগ্য। এই সাফল্য আমাদের পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের ফল। আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমার বিশ্বাস।’