ইনসাফভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করে শহীদদের ঋণ শোধ করতে হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে, একবারের জন্যও ভুল করা চলবে না।
মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের এসব বলেন তিনি।
তারেক রহমান বলেন, আর কোনো শক্তি যেন দেশকে তাবেদার রাষ্ট্র বানাতে না পারে এবং ফ্যাসিবাদীরা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলে পতিত স্বৈরাচারদের ফিরে আসার সুযোগ করে দেয়া হচ্ছে কিনা ভেবে দেখতে হবে। শহীদদের চেতনায় বাংলাদেশের উপলব্ধি এবং তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোকে কাজ করার আহ্বান জানান তিনি।