সর্বশেষ
জমি বিরোধে বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ!
ডেঙ্গুজ্বরে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪১৬
ফ্যাসিস্ট-খুনিরা পালিয়েছে, জুলুমমুক্ত হয়নি দেশ: রেজাউল
পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন শুরু
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে একটি সাংবিধানিক কমিটি হবে: ডা. তাহের
রিজার্ভ চুরি: তদন্ত প্রতিবেদন আজও জমা দেয়নি সিআইডি
ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
এলপি গ্যাসের দাম কমল
শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড
ইসরাইলের পতন সন্নিকট: ইরানি জেনারেল
এ মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব: আলী রীয়াজ
সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেফতার ৪
ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির সভাপতি ফারুক, সেক্রেটারি আলমগীর
বৃষ্টিতে ভিজে জ্বর-সর্দি? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন যেভাবে
এনআইডি সংশোধন নিয়ে হয়রানি কমেছে, দাবি ইসি সচিবের

নতুন দামে আজ থেকে স্বর্ণ বিক্রি

অনলাইন ডেস্ক

দেশের বাজারে সব থেকে ভালো মানের অর্থ্যাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৯০ টাকা বাড়ানো হয়েছে। ফলে এক ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ৭২ হাজার ১২৬ টাকা। আজ বুধবার (২ জুলাই) থেকে নতুন দর কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি মঙ্গলবার (১ জুলাই) বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত সাড়ে চার মাসে ২৪ বার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। গত ৫ জুন, ২২, ১৮, ১৫, ৭, ৯ মে, ২৩, ২২, ২০, ১৭, ১৩, ১১ এপ্রিল, ২৮, ২৬, ১৯, ১৭, ৫ মার্চ ২, ৬, ১১, ১৮ ও ২১ ফেব্রুয়ারি এবং ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়। তবে দেশের ইতিহাসে ২৪ এপ্রিল সব চেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পাঁচ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৭২ হাজার ৫৪৫ টাকা। যা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠে স্বর্ণের দাম। এ ছাড়া ২৯, ২৫ জুন, ১৬, ১৩ ১১, ৯, ৩ মে, ২৪, ২৮ ফেব্রুয়ারি, ২ ও ৯ মার্চ এবং ৮, ১৪, ২৩ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭২ হাজার ১২৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭০৬ টাকা বাড়িয়ে এক লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫৪০ টাকা বাড়িয়ে এক লাখ ৪০ হাজার ৮৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩১৮ টাকা বাড়িয়ে ১ লাখ ১৬ হাজার ৪৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার ৮৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রূপার দুই হাজার ৭১৮ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার এক হাজার ৭৫০ টাকা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ