সর্বশেষ
সাঘাটায় অবৈধভাবে জমি দখলের অপচেষ্টা, জীবননাশের হুমকি!
জমি বিরোধে বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ!
ডেঙ্গুজ্বরে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪১৬
ফ্যাসিস্ট-খুনিরা পালিয়েছে, জুলুমমুক্ত হয়নি দেশ: রেজাউল
পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন শুরু
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে একটি সাংবিধানিক কমিটি হবে: ডা. তাহের
রিজার্ভ চুরি: তদন্ত প্রতিবেদন আজও জমা দেয়নি সিআইডি
ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
এলপি গ্যাসের দাম কমল
শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড
ইসরাইলের পতন সন্নিকট: ইরানি জেনারেল
এ মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব: আলী রীয়াজ
সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেফতার ৪
ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির সভাপতি ফারুক, সেক্রেটারি আলমগীর
বৃষ্টিতে ভিজে জ্বর-সর্দি? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন যেভাবে

ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নিয়ে বড় সুখবর

অনলাইন ডেস্ক

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর। গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম আরও কমানো হয়েছে। দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি গ্রাহককে ৭০০ টাকার ফিক্সড ইন্টারনেট প্যাকেজ ৫০০ টাকায় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত ১ জুলাই (মঙ্গলবার) থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটা জানায় সংগঠনটি। ‘এক দেশ, এক রেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই ট্যারিফ ঘোষণা করেছে আইএসপিএবি।

এ সময় মাসিক ইন্টারনেট বিলের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যুক্ত করে তা আদায় করার কথাও জানায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর এই সংগঠন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে কোনো আইএসপি ৫ এমবিপিএস-এর প্যাকেজ দেয় না। আইএসপিগুলো কমবেশি গড়ে ১০ এমবিপিএস ব্যান্ডউইথ দিয়ে থাকে। সেই অনুযায়ী আইএসপিএবি ৫০০ টাকা থেকে প্যাকেজ শুরু করতে যাচ্ছে।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম এ প্রসঙ্গে বলেছেন, স্পিডটেস্ট গ্লোবাল ইনডেস্কে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় বিশ্বের ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম। এই সূচকে বাংলাদেশের অবস্থানকে আরও উপরে দেখতে চায় আইএসপিএবি। সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল ও রেভিনিউ শেয়ার প্রত্যাহার করে নেয় তাহলে ভবিষ্যতে ২০ এমবিপিএস ব্যান্ডউইথ নিশ্চিত করা যাবে।

তিনি বলেন, বেশির ভাগ গ্রাহক মাসিক বিলের সাথে ৫ শতাংশ ভ্যাট দিতে অনিচ্ছা প্রকাশ করে। এই ভ্যাটটা আমরা আদায় করতে পারি না। আইএসপিএবির সদস্যরা একমত হয়েছে যে, সরকারের সাথে একসাথে কাজ করার লক্ষ্যে এবং দেশের উন্নতির জন্য রাজস্ব নিশ্চিত করতে গ্রাহকের কাছ থেকে ৫ শতাংশ ভ্যাট আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে।

আইএসপিএবি জানায়, প্রতি সংযোগের মাসিক ফির সঙ্গে নিয়ম অনুযায়ী ৫ শতাংশ ভ্যাট প্রদান এবং মাসিক বিলের রিসিট প্রদান করতে আইএসপিদের অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

এর আগে, ২২ মে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য নতুন করে এক দেশ এক রেট জারি করে বিটিআরসি। সে অনুযায়ী জুলাই থেকে সারা দেশে ৫ এমবিপিএস গতির ইন্টারনেট সেবার মাসিক মূল্য নির্ধারণ করা হয় সর্বোচ্চ ৪০০ টাকা। এ ছাড়া ১০ এমবিপিএস ইন্টারনেট সেবার দাম ৭০০ টাকা এবং ২০ এমবিপিএসের জন্য ১ হাজার ১০০ টাকা নির্ধারণ করে বিটিআরসি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ