সর্বশেষ
ব্যাগেজ রুলসে মোবাইল ও স্বর্ণ আনায় প্রবাসীদের বিশাল ছাড়
অল্প টাকা কুড়িয়ে পেলে করণীয় কী
ওহি লিপিবদ্ধকারীর সংখ্যা, সর্বপ্রথম কে লিখেছেন?
যুবলীগ নেতার খোঁজে ভবন ঘেরাও, নিজেই ফোন করে জানালেন তিনি দেশে নেই
সরকারি সকল অনুদান ও ভাতার সমবন্ঠন দাবী কর্মক্ষম সন্তানকে হারিয়ে অভাব অনটনে দিন পার করছেন শহীদ জুয়েলের বাবা-মা
ফ্যাসিস্টদের দোসররা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত: মির্জা ফখরুল
গাইবান্ধায় যুব সমাবেশ অনুষ্ঠিত
আমি বিসিএস ক্যাডার মায়ের পরিচয়ে এখন পরিচিত হবো
পীরগঞ্জে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণাদের ইতিহাস
শ্রীলংকায় যে রেকর্ড গড়ল বাংলাদেশ
বিচারকের সঙ্গে অসদাচরণ: আইনজীবীর ৭ দিনের কারাদণ্ড
এবার নেপালে সম্মাননা পেলেন এস কে মনোয়ার নাহিদ
কোন সবজি খেলে লিভার থেকে টক্সিন বেরিয়ে যায়, জানালেন চিকিৎসক
‘গত ১৭ বছরে তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করা যায়নি’

ইসরাইলের পতন সন্নিকট: ইরানি জেনারেল

অনলাইন ডেস্ক

ইসরাইলের দখলদার শাসনব্যবস্থা ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু অনিবার্য বলে মন্তব্য করেছেন ইরানের একজন শীর্ষ জেনারেল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রুরা আর কোনো ভুল করলে তাদের সব স্বার্থ ও ঘাঁটি আরও বড় বিপদের মুখে পড়বে।

মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।

সোমবার তেহরানে শহীদ ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেন, সাম্প্রতিক ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা জেনারেল সাফাভি বলেন, সাম্প্রতিক যুদ্ধ ‘জায়নবাদীদের মৃত্যুর চক্রকে’ ত্বরান্বিত করেছে।

তিনি বলেন, ‘জায়নবাদী শাসনব্যবস্থা এবং নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার।’

তিনি আরও জানান, শত্রুর অনুরোধে সাময়িক যুদ্ধবিরতি যুদ্ধ থামালেও ইরান শত্রুদের স্বার্থ, কাঠামো, ঘাঁটি এবং তাদের অঞ্চলের বাহিনী সম্পর্কে স্পষ্ট ধারণা রাখে।

জেনারেল সাফাভি বলেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর ক্ষমতা মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে গেছে এবং শত্রুদের সব ঘাঁটি ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্রের টার্গেট ডাটাব্যাংকে রয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুরা আর কোনো ভুল করলে বা হিসাবের ভুল করলে তাদের সব স্বার্থ ও ঘাঁটি আরও বড় হুমকির মধ্যে পড়বে, এবং ইরান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে।

প্রসঙ্গত, ১৩ জুন ইসরাইল বিনা উস্কানিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এতে ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়, যাতে শীর্ষ সামরিক কর্মকর্তা,  পারমাণবিক বিজ্ঞানীসহ ৯৩০ জনের বেশি মানুষ শহীদ হন।

এরপরপরই ইরানি বাহিনী পাল্টা হামলা শুরু করে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এরোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’-এর অংশ হিসেবে ইসরাইলের দখলকৃত ভূখণ্ডের বিভিন্ন শহরে ২২ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

২৪ জুন কার্যকর হওয়া এক যুদ্ধবিরতিতে লড়াই স্থগিত হয়েছে।

ইরান খবর | ইরান-ইসরাইলের সংঘাত

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ