সর্বশেষ
ঘড়ির কাঁটার উল্টো দিকে যাচ্ছেন ৪০ ছুঁই ছুঁই এই বং সুন্দরী
ব্যাগেজ রুলসে মোবাইল ও স্বর্ণ আনায় প্রবাসীদের বিশাল ছাড়
অল্প টাকা কুড়িয়ে পেলে করণীয় কী
ওহি লিপিবদ্ধকারীর সংখ্যা, সর্বপ্রথম কে লিখেছেন?
যুবলীগ নেতার খোঁজে ভবন ঘেরাও, নিজেই ফোন করে জানালেন তিনি দেশে নেই
সরকারি সকল অনুদান ও ভাতার সমবন্ঠন দাবী কর্মক্ষম সন্তানকে হারিয়ে অভাব অনটনে দিন পার করছেন শহীদ জুয়েলের বাবা-মা
ফ্যাসিস্টদের দোসররা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত: মির্জা ফখরুল
গাইবান্ধায় যুব সমাবেশ অনুষ্ঠিত
আমি বিসিএস ক্যাডার মায়ের পরিচয়ে এখন পরিচিত হবো
পীরগঞ্জে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে বাংলাদেশ, ঋতুপর্ণাদের ইতিহাস
শ্রীলংকায় যে রেকর্ড গড়ল বাংলাদেশ
বিচারকের সঙ্গে অসদাচরণ: আইনজীবীর ৭ দিনের কারাদণ্ড
এবার নেপালে সম্মাননা পেলেন এস কে মনোয়ার নাহিদ
কোন সবজি খেলে লিভার থেকে টক্সিন বেরিয়ে যায়, জানালেন চিকিৎসক

সাঘাটায় অবৈধভাবে জমি দখলের অপচেষ্টা, জীবননাশের হুমকি!

অনলাইন ডেস্ক

গাইবান্ধার সাঘাটা  উপজেলার বাসস্টান্ড সংলগ্ন এমরান হক মন্ডল প্রিজন   এর  পৈত্রিক জমি অবৈধভাবে দখলের অপচেষ্টা করে  থৈকরেরপাড়া গ্রামের করিম উদ্দিন মন্ডলের ছেলে আফতাব উদ্দিন, আনোয়ার হোসেন, আইয়ুব আলী ও টুকু মিয়ার লোকজন। এসময় তারা সংঘবদ্ধ দলবল নিয়ে জমিটি দখলে নেওয়ার চেষ্টা করে  ব্যাপক ভাংচুর করে নারীকে মারপিট করে। এসময় ৯৯৯ নাইনে কল করে এবং স্থানীয়দের প্রতিরোধে দখলদারীরা সিটকে পড়ে।

জানা যায়, সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামের মৃত একরামুল হক মন্ডলের ছেলে  প্রিজন মন্ডলের তফসিল বর্ণিত জমি নিজেদের বলে মিথ্যে অধিকারে পূর্ব পরিকল্পিতভাবে আফতাব উদ্দিন গং এর লোকজন হঠাৎ  করেই দখলে নেওয়ার অপচেষ্টা করে। এসময় তারা  টিনশেড ঘর ,  ৪টি আম গাছ কর্তন করে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়।   খবর পেয়ে প্রিজন মন্ডল এর স্ত্রী পপি বেগম ঘটনা স্থলে এসে বাঁধা প্রদান করলে তাকে এলোপাতারী মারপিটসহ শীলতাহানী  ঘটায় ও শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়। তার আত্মচিৎকার আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় তারা ভয়-ভীতি প্রদর্শন করতে থাকেন। উপায়ন্ত না পেয়ে  ৯৯৯ নম্বরে ফোন করলে সাঘাটা থানা পুলিশ  ঘটনাস্থলে  আসলে তারা চলে যায়।  এ ঘটনায় পপি বেগম বাদী হয়ে সাঘাটা  থানায় মামলা দায়ের করে। যার মামলা নং ২০।

এদিকে, উল্লেখিত বিবাদীরা গাইবান্ধা আদালত হতে জামিন এসে আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং  মামলা তুলে নেওয়ার জন্য বাদীপক্ষতে  বিভিন্নভাবে ভয় ভীতি দেখায়।  এ ঘটনায় প্রিজন মন্ডল বাদী হয়ে গত ০১ জুলাই সাঘাটা থানায় জিডি  করেন। যার জিডি নং ২২।

এ প্রসংগে প্রিজন মন্ডল  জানান,  মামলার আসামীগণ হুমকীকে আমার পরিবারের লোকজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।  আমার পৈত্রিক জমি মিথ্যেভাবে দাবী করে দখলের চেষ্টা করে। এছাড়াও রাস্তাঘাটে অকথ্যভাষায় গালিগালাজ ও হত্যার হুমকী দিচ্ছে।  এজন্য আমি আমার নিরাপত্তাসহ ভুমি সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী করছি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ