সর্বশেষ
পিআর পদ্ধতি নিয়ে বিতর্কের নেপথ্যে
বিশ্বকাপের ১ বছর আগেই ‘ফাঁস’ আর্জেন্টিনার জার্সি!
জাপানে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’–এ অংশ নিচ্ছেন বাংলাদেশের পাভেল-সুমাইয়া
যে মামলায় গ্রেফতার হলেন সাবেক এমপি ও ক্রিকেটার দুর্জয়
রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাবে উত্তর কোরিয়া
আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
গরমে অতিরিক্ত ঘামছেন, মুক্তি পাবেন যেভাবে
বাড়তি ওজন যে ৭ ভাবে ত্বকের ক্ষতি করে
কালো পোশাকে আবেদন ছড়াচ্ছেন টয়া
ঘড়ির কাঁটার উল্টো দিকে যাচ্ছেন ৪০ ছুঁই ছুঁই এই বং সুন্দরী
ব্যাগেজ রুলসে মোবাইল ও স্বর্ণ আনায় প্রবাসীদের বিশাল ছাড়
অল্প টাকা কুড়িয়ে পেলে করণীয় কী
ওহি লিপিবদ্ধকারীর সংখ্যা, সর্বপ্রথম কে লিখেছেন?
যুবলীগ নেতার খোঁজে ভবন ঘেরাও, নিজেই ফোন করে জানালেন তিনি দেশে নেই
সরকারি সকল অনুদান ও ভাতার সমবন্ঠন দাবী কর্মক্ষম সন্তানকে হারিয়ে অভাব অনটনে দিন পার করছেন শহীদ জুয়েলের বাবা-মা

কোন সবজি খেলে লিভার থেকে টক্সিন বেরিয়ে যায়, জানালেন চিকিৎসক

অনলাইন ডেস্ক

অনিয়ন্ত্রিত খাবারদাবারে সবচেয়ে ক্ষতি হয় লিভারের। আর অতিরিক্ত পরিমাণে তেল, ঘি, মসলা কিংবা মদপান করলে লিভারে ফ্যাট জমতে শুরু করে। সে কারণে লিভারের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটে। সেখান থেকেই বিভিন্ন রোগের সূত্রপাত ঘটে। সৃষ্টি হয় ফ্যাটি লিভার, লিভার সিরোসিসের মতো রোগ।

এছাড়া নানা ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়ে। তাই লিভার থেকে দূষিত পদার্থ বের করা ভীষণ জরুরি। এজন্য আপনার করণীয় কী। আর লিভার ডিটক্সের জন্যই বা খাবেন কী? সে বিষয়ে পরামর্শ দিয়েছেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের বিশেষজ্ঞ চিকিৎসক জোসেফ সালহাব।

বর্তমানে ডিটক্স ওয়াটার খাওয়ার ট্রেন্ড চালু হয়েছে। কিন্তু ডিটক্স ড্রিংক্স না খেয়েও লিভার থেকে টক্সিন বের করা যায়। এর জন্য কিছু খাবার নিয়মিত খেতে হবে। এ বিষয়ে গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. জোসেফ সালহাব বেশ কিছু সবজির কথা উল্লেখ করেছেন, যেগুলো লিভার থেকে টক্সিন বের করতে এবং লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। চলুন জেনে নিই কোনো সবজি খেলে লিভার থেকে টক্সিন বেরিয়ে যাবে—

সালহাব বলেন, ব্রকোলি, ব্রাসেলস ব্রকোলি, কেল, বাঁধাকপি, বকচই, সর্ষে শাক, ওলকপি, ফুলকপির মতো সবজি খেলে লিভারের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আসলে এ ধরনের কপিজাতীয় সবজি লিভারে পুষ্টি প্রদানের মাধ্যমে দূষিত পদার্থ বের করে দেয়। এছাড়া এ ধরনের সবজিতে সালফোরাফেন নামের একটি যৌগ রয়েছে, যা লিভার ডিটক্সিফাইয়ের কাজ করে।

তিনি বলেন, আর লিভারের রোগ থেকে বাঁচতে হলে পর্যাপ্ত পানি পান করতে হবে। পাশাপাশি মদপান থেকে বিরত থাকতে হবে। আর লেবুর রস, তাজা ফল, হলুদ, গোলমরিচের মতো খাবার ও মসলা খেলেও লিভারের সমস্যা থেকে দূরে থাকবেন। আর খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে প্রতিদিন শরীরচর্চা করার কথাও জানান  ডা. জোসেফ সালহাব।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ