সর্বশেষ
ড্যানিয়েল ক্রেগের বিদায়, কে হবেন পরবর্তী জেমস বন্ড?
৯ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মাইক্রোসফট, ঝুঁকছে এআইয়ের দিকে
চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
সিএনএনের বিরুদ্ধে ফের আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্প প্রশাসনের
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইইউ’র মন্তব্যের নিন্দা জানাল ইরান
নির্বাচন নিয়ে ফের সন্দেহ-অনিশ্চয়তার কথা কেন আসছে?
পিআর পদ্ধতি নিয়ে বিতর্কের নেপথ্যে
বিশ্বকাপের ১ বছর আগেই ‘ফাঁস’ আর্জেন্টিনার জার্সি!
জাপানে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’–এ অংশ নিচ্ছেন বাংলাদেশের পাভেল-সুমাইয়া
যে মামলায় গ্রেফতার হলেন সাবেক এমপি ও ক্রিকেটার দুর্জয়
রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাবে উত্তর কোরিয়া
আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
গরমে অতিরিক্ত ঘামছেন, মুক্তি পাবেন যেভাবে
বাড়তি ওজন যে ৭ ভাবে ত্বকের ক্ষতি করে
কালো পোশাকে আবেদন ছড়াচ্ছেন টয়া

এবার নেপালে সম্মাননা পেলেন এস কে মনোয়ার নাহিদ

অনলাইন ডেস্ক

বাংলাদেশের সম্প্রচার ও ভিজ্যুয়াল গ্রাফিক্স জগতের মেধাবী মুখ এস কে মনোয়ার নাহিদ আবারও আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করলেন। সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘এশিয়ান বিজনেস আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫’-এ ব্রডকাস্ট ও ভিজ্যুয়াল গ্রাফিক্সে অসামান্য সৃজনশীল নেতৃত্বের জন্য তাকে সম্মাননা প্রদান করা হয়।

২৭ জুন কাঠমনান্ডুর একটি পাঁচতারকা হোটেলে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। নেপালের বন ও পরিবেশমন্ত্রী আইন বাহাদুর শাহী তার হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের তিনজন সাবেক মন্ত্রী, বর্তমান সংসদ সদস্যবৃন্দ, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক মো. গোলাম ফারুক মজনু এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রায় দুই দশকের পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার এস কে মনোয়ার নাহিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ২০০৭ সালে আরটিভিতে মোশন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে যমুনা টেলিভিশন, ইনডিপেনডেন্ট টিভি ও চ্যানেল ২৪–এর মতো শীর্ষ টিভি চ্যানেলগুলোর গ্রাফিক্স বিভাগে নেতৃত্ব দিয়ে সম্প্রচারে নতুন মাত্রা যোগ করেন। রিয়েলটাইম ইনফোগ্রাফিক্স, অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তি এবং উদ্ভাবনী নির্বাচনী গ্রাফিক্সের মাধ্যমে সংবাদ সম্প্রচারে যুগান্তকারী পরিবর্তন আনেন।

২০১৬ সালে তিনি বিশ্বের অন্যতম সফটওয়্যার কোম্পানি নরওয়ের ভিজার্ট থেকে ‘প্রো ভিজ আর্টিস্ট ডিজাইনার’ সার্টিফিকেট অর্জন করেন। একই বছরে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং কনভেনশনে এডোবি ও ভিজার্ট থেকে বিশেষ সম্মাননা লাভ করেন, যা বাংলাদেশের সম্প্রচার শিল্পের জন্য গর্বের বিষয়।

২০১৯ সালে তিনি ডিবিসি নিউজে ভিজার্ট সফটওয়্যারে পেশাদার প্রশিক্ষণ প্রদানকারী প্রথম বাংলাদেশি হিসেবে দায়িত্ব পালন করেন, যা আগে শুধুমাত্র বিদেশি প্রশিক্ষকেরাই করতেন।

প্রযুক্তির পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও এস কে মনোয়ার নাহিদের ভূমিকা অনস্বীকার্য। তিনি সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে শিক্ষকতা করছেন, যেখানে তিনি ভবিষ্যতের গণমাধ্যম পেশাজীবীদের প্রস্তুত করছেন। তার রচিত ‘Creative Approaches in Television Broadcasting’ বইটি গণমাধ্যম শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। পরিবেশ সচেতনতা নিয়ে লেখা তার আরেকটি প্রশংসিত বই হলো ‘Guardians of the Earth: Simple Steps for a Sustainable Future’।

এস কে মনোয়ার নাহিদ রুদ্র এফএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে বাংলাদেশ, পর্তুগাল, যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে সফলভাবে ব্যবসা সম্প্রসারণ করেছেন, যেখানে তিনি অনেক মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছেন।

কিছুদিন আগে তিনি বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার শিল্পে সৃজনশীল অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শের-ই-বাংলা স্টার অ্যাওয়ার্ড ২০২৫’- এ ভূষিত হন। এছাড়াও ‘এশিয়ান বিজনেস আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা অর্জন তার ক্যারিয়ারে আরেকটি উল্লেখযোগ্য সংযোজন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ