সাজপোশাকে সব সময়ই সচেতন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উপস্থিতিও মুগ্ধ করে অনুরাগীদের। মিষ্টি হাসি আর অসাধারণ স্টাইলিংয়ের যুগলবন্দী দিয়েই মাত করেন ভক্তদের।
সম্প্রতি টয়ার কালো পোশাক পরা একটি লুক বেশ প্রশংসিত হয়েছে। ছবির গল্পে রইল লুকের বিস্তারিত—
ফ্যাশনে কালো পোশাকের আবেদন চিরন্তন। ফ্যাশনিস্তাদের ওয়ার্ডরোবে কালো রঙের একটা পোশাক থাকবেই। যেমন আছে টয়ার।
কালো স্যাটিন মিডি ড্রেস পরেছেন অভিনেত্রী
কফি হাতে ‘মি টাইম’ কাটাচ্ছেন তিনি। নজর কাড়ছে সফট কার্ল করা হানি ব্লন্ড চুল
সুন্দর এই ড্রেসের সঙ্গে অভিনেত্রী তাঁর নখ সাজিয়েছেন গ্লেইজড ডোনাট ট্রেন্ডে। আঙুলে শোভা পাচ্ছে সাদা পাথরের আংটি
সাজের বিষয়ে সব সময়ই সচেতন থাকেন ছোট পর্দার এই অভিনেত্রী। ব্রিক-ব্রাউন লিপকালার দিয়েছেন ঠোঁটে। আর চোখে দিয়েছেন কাজল
রাতের পার্টি লুকে কালো যেন প্রথম পছন্দ অনেকেরই। আর এই রঙে একধরনের জমকালো ভাব রয়েছে। চাইলে টয়ার অনুপ্রেরণায় এমন লুক বেছে নিতে পারেন আপনিও