সর্বশেষ
সুয়ারেজ লাইন যেন মশার আঁতুড়ঘর
শেকৃবি শিবিরের ‘জুলাই স্মৃতি প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন
ড্যানিয়েল ক্রেগের বিদায়, কে হবেন পরবর্তী জেমস বন্ড?
৯ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মাইক্রোসফট, ঝুঁকছে এআইয়ের দিকে
চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
সিএনএনের বিরুদ্ধে ফের আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্প প্রশাসনের
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইইউ’র মন্তব্যের নিন্দা জানাল ইরান
নির্বাচন নিয়ে ফের সন্দেহ-অনিশ্চয়তার কথা কেন আসছে?
পিআর পদ্ধতি নিয়ে বিতর্কের নেপথ্যে
বিশ্বকাপের ১ বছর আগেই ‘ফাঁস’ আর্জেন্টিনার জার্সি!
জাপানে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’–এ অংশ নিচ্ছেন বাংলাদেশের পাভেল-সুমাইয়া
যে মামলায় গ্রেফতার হলেন সাবেক এমপি ও ক্রিকেটার দুর্জয়
রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাবে উত্তর কোরিয়া
আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
গরমে অতিরিক্ত ঘামছেন, মুক্তি পাবেন যেভাবে

৯ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মাইক্রোসফট, ঝুঁকছে এআইয়ের দিকে

অনলাইন ডেস্ক

চলতি বছরে আরও এক দফা বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বিশ্বজুড়ে প্রায় হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে, যা কোম্পানির মোট কর্মীর প্রায় শতাংশ। অন্যদিকে এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে কোম্পানিটি।

মাইক্রোসফটের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আমরা চলমান বাজার পরিস্থিতিতে কোম্পানিকে সর্বোচ্চ সফলতার জন্য উপযুক্তভাবে প্রস্তুত করতে প্রয়োজনীয় সাংগঠনিক পরিবর্তন করছি।’

২০২৫ সালে মাইক্রোসফটের চতুর্থ দফা ছাঁটাই এটি। গত মে মাসেও প্রতিষ্ঠানটি প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই করেছিল। ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি সরকারি ডেটাবেইস অনুযায়ী, এবারের ছাঁটাইয়ের মধ্যে আট শতাধিক পদ শুধু রেডমন্ড এবং বেলভিউ শহরে, যেগুলো মাইক্রোসফটের প্রধান কেন্দ্রগুলোর মধ্যে পড়ে।

প্রতিষ্ঠানটি কোন বিভাগগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তা নির্দিষ্ট করে না বললেও বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, তাদের এক্সবক্স ভিডিও গেম ইউনিট এই ছাঁটাইয়ের বড় অংশে পড়তে পারে।

এআইয়ে বিপুল বিনিয়োগ

মাইক্রোসফট জানিয়েছে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগ করছে। এআই মডেল প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠানটি প্রায় ৮০ বিলিয়ন ব্যয়ে বিশাল ডেটা সেন্টার তৈরি করছে।

গত বছর মাইক্রোসফট বিখ্যাত ব্রিটিশ এআই বিজ্ঞানী মোস্তাফা সুলেমানকে নিয়ে আসে ‘মাইক্রোসফট এআই’ নামে একটি নতুন বিভাগ চালু করতে। প্রতিষ্ঠানটির এক শীর্ষ নির্বাহী বিবিসিকে বলেন, ‘পরবর্তী অর্ধশতাব্দী মূলত এআই দ্বারা সংজ্ঞায়িত হবে, যা আমাদের কাজের ধরন ও পারস্পরিক যোগাযোগের রূপ বদলে দেবে।’

এআই খাতে বিনিয়োগ বাড়ালেও ব্যবসা খাতে মাইক্রোসফটের এআই সহকারী ‘কো-পাইলট’ নিয়ে কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, অনেক কর্মী চ্যাটজিপিটিকে বেশি পছন্দ করছেন, যার ফলে কো-পাইলট সেভাবে জনপ্রিয়তা পায়নি।

উল্লেখ্য, মাইক্রোসফট ওপেনএআইয়ের অন্যতম প্রধান বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডার। তবে সাম্প্রতিক সময়ে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে বলেও শোনা যাচ্ছে।

মাইক্রোসফট যখন সাধারণ কর্মীদের ছাঁটাই করছে, তখন এআই প্রতিভা নিয়ে বড় বড় প্রযুক্তি কোম্পানির মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। মেটা (ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান) ‘সুপারইনটেলিজেন্স’ ল্যাব গঠনের জন্য প্রতিযোগীদের কাছ থেকে মেধাবীদের দলে টানার চেষ্টা করছে। এই নিয়োগ কার্যক্রমে নিজেই সরাসরি যুক্ত রয়েছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ।

মাইক্রোসফটে আবারও ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৬ হাজার কর্মীমাইক্রোসফটে আবারও ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৬ হাজার কর্মী
এদিকে ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান সম্প্রতি জানিয়েছেন, তার দলের সদস্যদের মেটার পক্ষ থেকে ১০ কোটি ডলারেরও বেশি ‘সাইনিং বোনাস’ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

এমনকি আমাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি গত মাসে জানান, এআই অনেক ক্ষেত্রে মানুষের কাজের বিকল্প হয়ে উঠবে এবং কিছু কর্মীকে হয়তো সরিয়ে দেবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ