সর্বশেষ
সুয়ারেজ লাইন যেন মশার আঁতুড়ঘর
শেকৃবি শিবিরের ‘জুলাই স্মৃতি প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন
ড্যানিয়েল ক্রেগের বিদায়, কে হবেন পরবর্তী জেমস বন্ড?
৯ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মাইক্রোসফট, ঝুঁকছে এআইয়ের দিকে
চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
সিএনএনের বিরুদ্ধে ফের আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্প প্রশাসনের
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইইউ’র মন্তব্যের নিন্দা জানাল ইরান
নির্বাচন নিয়ে ফের সন্দেহ-অনিশ্চয়তার কথা কেন আসছে?
পিআর পদ্ধতি নিয়ে বিতর্কের নেপথ্যে
বিশ্বকাপের ১ বছর আগেই ‘ফাঁস’ আর্জেন্টিনার জার্সি!
জাপানে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’–এ অংশ নিচ্ছেন বাংলাদেশের পাভেল-সুমাইয়া
যে মামলায় গ্রেফতার হলেন সাবেক এমপি ও ক্রিকেটার দুর্জয়
রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাবে উত্তর কোরিয়া
আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
গরমে অতিরিক্ত ঘামছেন, মুক্তি পাবেন যেভাবে

ড্যানিয়েল ক্রেগের বিদায়, কে হবেন পরবর্তী জেমস বন্ড?

অনলাইন ডেস্ক

গত কয়েক বছরে জেমস বন্ড চরিত্র ঘিরে ঘটেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। ‘ক্যাসিনো রয়েল’ থেকে শুরু করে ‘নো টাইম টু ডাই’—এই সময়ের মধ্যে পাঁচটি সিনেমায় বন্ড রূপে দেখা গেছে ড্যানিয়েল ক্রেগকে। তবে এবার সেই অধ্যায় শেষ। বন্ড চরিত্র থেকে বিদায় নিয়েছেন তিনি। শুধু অভিনেতাই নন, বদলে গেছে জেমস বন্ডের ঘরও। দীর্ঘ ছয় দশক ধরে যে ইয়ন ফিল্মস সিরিজটি প্রযোজনা করে আসছিল, সেই মালিকানায় এসেছে পরিবর্তন। ১৯৬২ সালের ‘ডক্টর নো’ থেকে ২০২১-এর ‘নো টাইম টু ডাই’ পর্যন্ত ইয়ন ফিল্মস নির্মাণ করেছে মোট ২৫টি বন্ড সিনেমা।

ইয়ন ফিল্মসের দীর্ঘদিনের স্বত্বাধিকারী মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলির হাত থেকে জেমস বন্ডের মালিকানা চলে গেছে অ্যামাজনের এমজিএম স্টুডিওসের হাতে। গত ফেব্রুয়ারিতে এই দুটি প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে এখন থেকে বন্ড সিরিজের নতুন কিস্তি, অভিনয়শিল্পী নির্বাচনসহ সৃজনশীল সব সিদ্ধান্ত নেবে এমজিএম স্টুডিওস।

জেমস বন্ডের গল্প নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে চলেছে আমাজন এমজিএম স্টুডিও। নতুন ০০৭ ব্রিটিশ স্পাই এজেন্ট কে হবেন, তা এখনো ঠিক হয়নি। তবে বন্ড ফ্র্যাঞ্চাইজির ২৬তম সিনেমাটি কে পরিচালনা করবেন, তার ঘোষণা এসেছে। আমাজন এমজিএম স্টুডিওস সম্প্রতি জানিয়েছে, জেমস বন্ডের পরবর্তী সিনেমাটি পরিচালনা করবেন ডেনি ভিলেনভ। এ প্রজেক্টে প্রযোজক হিসেবে থাকবেন এমি পাসকাল ও ডেভিড হেইম্যান। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করবেন তানিয়া ল্যাপয়েন্ট।

চারবার অস্কারে মনোনয়ন পাওয়া কানাডিয়ান পরিচালক ডেনি ভিলেনভ এর আগে বানিয়েছেন ‘ডিউন’ ও ‘ডিউন: পার্ট টু’র মতো আলোচিত সিনেমা। ডিউন থ্রিও বানাচ্ছেন তিনি। এ ছাড়া, ‘প্রিজনারস’, ‘এনিমি’, ‘সিকারিয়ো’, ‘অ্যারাইভাল’ ও ‘ব্লেড রানার ২০৪৯’-এর মতো সায়েন্স ফিকশন ও থ্রিলার সিনেমা তৈরি করেছেন ডেনি ভিলেনভ। তাই বিগ বাজেটের নতুন জেমস বন্ড পরিচালনার ভার তাঁর হাতেই দিয়েছে আমাজন এমজিএম স্টুডিওস। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান মাইক হপকিন্স বলেন, ‘এ সময়ের সেরা পরিচালকের হাতে নতুন জেমস বন্ড তৈরি হচ্ছে।’

এক বিবৃতিতে ডেনি ভিলেনভ বলেন, ‘আমার ছোটবেলায় সিনেমা দেখার অনেক স্মৃতি ০০৭-এর সঙ্গে জড়িত। বাবার সঙ্গে শন কনারি অভিনীত ‘ডক্টর নো’ থেকে শুরু করে জেমস বন্ডের অনেক সিনেমা দেখেছি। জেমস বন্ডের একজন বড় ভক্ত আমি। জেমস বন্ডের নতুন সিনেমা পরিচালনার দায়িত্ব পেয়ে আমি সত্যিই আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এটা অনেক বড় দায়িত্ব। আমার প্রতি আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ।’ অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, জেমস বন্ডের নতুন গল্পের শুটিং শুরু হবে ২০২৬ সালে এবং ২০২৭ সালের কোনো একসময় মুক্তি পেতে পারে সিনেমাটি।

পরবর্তী জেমস বন্ড কে হবেন?

জেমস বন্ডের পরবর্তী অভিনেতার নাম ঘোষণা করা হয়নি এখনো। তবে বেশ কয়েকজনের নাম রয়েছে জল্পনার তালিকায়। তাদের মধ্যে রয়েছেন অ্যারন-টেলর জনসন, থিও জেমস, অ্যারন পিয়ের, হেনরি ক্যাভিল, জেমস নরটন ও জ্যাক লোডেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ