সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তানের সম্পত্তির হিসাব বিবরণী চেয়ে আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ জুলাই) দুপুর ২ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার জাকির হোসেনের বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে আদেশের এই নোটিশ জারি করেন দুদকের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
সরেজমিনে গিয়ে দেখায় যায় প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা, পুত্র সাফায়াত বিন জাকির (সৌরভ) ও কন্যা জাকিয়া তাবাসসুম সঞ্চয়ী’র নামে দুদক পরিচালক মোঃ বেনজির আহম্মদ (বি:অনু: ও তদন্ত-৩) স্বাক্ষরিত পৃথক পৃথক তিনটি নোটিশ বাসার গেটে লাগিয়েছেন।
দুদকের ঐ আদেশে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫ নং আইন) এর ধারা ২৬ এর উপ-ধারা (১) দ্বারা অর্পিত ক্ষমতাবলে আপনি জনাব জাকির এর স্ত্রী সন্তান-কে আপনার নিজের এবং আপনার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্ব-নামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদ/সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণী অত্র আদেশ প্রাপ্তির ২১ (একুশ) কার্যদিবসের মধ্যে এতদসঙ্গে প্রেরিত ছকে নিম্নস্বাক্ষরকারীর বরাবরে দাখিল করিতে নির্দেশ দেওয়া যাইতেছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করিতে ব্যর্থ হইলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করিলে উপরিউক্ত আইনের ধারা ২৬ এর উপ-ধারা (২) মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে।
দুদকের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ‘এর আগেও নোটিশ প্রেরণ করা হয়েছিল কিন্ত বাসায় এসে তাদেরকে না পেয়ে নোটিশ ফেরত নিয়ে যাওয়া হয়। তাই পুনরায় নোটিশ আনা হলে বাসায় কাউকে না পেয়ে গেটের কাছে নোটিশগুলো লাগিয়ে দেয়া হয়েছে’।
পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের আয়ের উৎস ও ঘোষিত সম্পদের সঙ্গে অমিল রয়েছে এমন একটি অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে জাকির হোসেনের স্ত্রী এবং দুই সস্তানের আয় ও সম্পদের বিবরণ চেয়ে আনুষ্ঠানিকভাবে এই নোটিশ প্রদান করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেনের রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় তার অতীত ও বর্তমান সম্পদের পরিমাণ নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।
নোটিশে কী রয়েছে? দুদকের পাঠানো নোটিশে জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তানকে আগামী ২১ কার্যদিবসের মধ্যে তাঁদের স্ব-স্ব সম্পত্তির হিসাব, আয়ের উৎস এবং ব্যয়ের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, নোটিশের খবরে রৌমারী ও আশেপাশের এলাকায় বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে।