কদমফুল, যা বাংলার বর্ষার প্রতীক, ভালোবাসার এক মৌন প্রতিচ্ছবি। এই ফুলকে কেন্দ্র করে তৈরি হয়েছে রঙ বাংলাদেশের বর্ষার পোশাকের গল্প। বর্ষা কখনো রোমান্টিক, কখনবা বিষণ্ন, আবার কখনো উজ্জ্বল আনন্দের প্রতীক। রঙ বাংলাদেশের নতুন কালেকশনেও বর্ষার সেই বহুমুখী রূপ প্রতিফলিত হয়েছে।
বর্ষা এলেই যেসব ফুলের কথা প্রথম মনে পড়ে, তার মধ্যে কদম অন্যতম। বৃষ্টির ফোঁটার মতোই কদম ফুটে ওঠে প্রকৃতির আঁচলে। নিভৃতে, কোমলতায়, যেন জলভেজা দুপুরের শান্ত প্রতিচ্ছবি। কবিদের কলমে কদম এসেছে শতবার। আমাদের লোকসংস্কৃতিতেও কদমের ছায়া ছড়ানো, বিশেষত বাউল গান আর লোককথায়। তবে কদম শুধু রূপ নয়, বরং এক ঋতুর স্মারক। এটা বলে দেয়, বর্ষা এসেছে। কদমের সুবাস ছড়িয়ে পড়ে হাওয়ায়, জানিয়ে দেয়, প্রকৃতি এখন ভালোবাসার মোহে ভিজেছে।
কদমফুল, যা বাংলার বর্ষার প্রতীক, ভালোবাসার এক মৌন প্রতিচ্ছবি। এই ফুলকে কেন্দ্র করে তৈরি হয়েছে রঙ বাংলাদেশের বর্ষার পোশাকের গল্প। বর্ষা কখনো রোমান্টিক, কখনবা বিষণ্ন, আবার কখনো উজ্জ্বল আনন্দের প্রতীক। রঙ বাংলাদেশের নতুন কালেকশনেও বর্ষার সেই বহুমুখী রূপ প্রতিফলিত হয়েছে।
কদমফুলের থিমে এই সংগ্রহটির মাধ্যমে রঙ বাংলাদেশ বর্ষার স্বতন্ত্র রূপটি উদ্যাপন করেছে। যেখানে প্রতিটি ডিজাইন, রং এবং প্যাটার্নের মধ্যে রয়েছে কদম ফুলের চমৎকার ব্যবহার।
এই বিশেষ সংগ্রহে কাপড় হিসেবে ব্যবহৃত হয়েছে কটন। যা বেশ আরামদায়ক। সঙ্গে স্ক্রিন প্রিন্টে ফুটিয়ে তোলা হয়েছে কদম ফুলের সঙ্গে সবুজের সমারোহ। পোশাকের ডিজাইনে কদমফুলের প্যাটার্ন, রঙের বাহুল্য এবং আবেগী নকশা গুলির মধ্যে রঙ বাংলাদেশ এর ঐতিহ্যের প্রতিফলন ফুটে উঠেছে। পরিবারের সকলে মিলে বৃষ্টিবিলাস করতে বা বাইরে কোথাও বর্ষা উদ্যাপন করতে কদমফুল থিমের ফ্যামিলি সিরিজটি হবে আদর্শ।
ঢাকার সীমান্ত স্কয়ার, মোহাম্মদপুর, যমুনা ফিউচার পার্ক, ওয়ারী ও নারায়ণগঞ্জ, বসুন্ধরা সিটির দেশিদশ, সিলেট এবং চট্টগ্রামে রঙ বাংলাদেশের আউটলেটে পাওয়া যাবে এই কালেকশন। ঘরে বসে নির্ভেজালভাবে অর্ডার করতে ভিজিট করুন www.rang-bd.com এবং রঙ বাংলাদেশের অফিশিয়াল ভ্যারিফাইড ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh থেকে। সারা দেশের যেকোন প্রান্তে অনলাইন অর্ডারে থাকছে ক্যাশ অন ডেলিভারি সুবিধাসহ হোম ডেলিভারি সুবিধা।
ছবি: রঙ বাংলাদেশ