বর্তমানের ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ইনস্টাগ্রাম অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম। ছবি এবং ভিডিও শেয়ার করার পাশাপাশি, এর ডিরেক্ট মেসেজ (ডিএম) ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারেন। তবে অনেকে অচেনা ব্যক্তিদের কাছ থেকে বার্তা পান, যা সরাসরি ইনবক্সে না এসে ‘মেসেজ রিকোয়েস্ট’ নামে আলাদা একটি ফোল্ডারে জমা হয়, যেখান থেকে ব্যবহারকারী ইচ্ছা করলে বার্তাগুলো পড়তে বা অগ্রাহ্য করতে পারেন।
যার ফলে অনেক সময় অপ্রয়োজনীয় বা অস্বস্তিকর বার্তা এই ফোল্ডারে চলে আসে। অনেকে অনাকাঙ্ক্ষিত বার্তা, স্প্যাম পেতে পারেন বা হয়রানির শিকার হতে পারেন। এ পরিস্থিতিতে ইনস্টাগ্রামে নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য অপরিচিতদের মেসেজ আসা বন্ধ করা জরুরি।
যদিও মেসেজ ফোল্ডারেও বার্তা ঠেকানোর সুবিধা রেখেছে ইনস্টাগ্রাম। এই সুবিধা চালু করলে অপরিচিত ব্যক্তি বা ফলো না করা অ্যাকাউন্ট থেকে আপনাকে কেউ সরাসরি মেসেজ পাঠাতে পারে না। তাদের পাঠানো মেসেজ সরাসরি আপনার ইনবক্সে আসে না এবং মেসেজ রিকোয়েস্ট ফোল্ডারেও জমা হয় না। শুধু আপনি যাদের ফলো করেন, তারা আপনাকে মেসেজ পাঠাতে পারবে।
চলুন জেনে নেয়া যাক যেভাবে অপরিচিতদের মেসেজ আসা ঠেকাবেন
১. প্রথমে স্মার্টফোনে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. ডান দিকের নিচের দিকে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
৩. পরের পেজে ওপরের ডান দিকে থাকা তিনটি অনুভূমিক লাইনে ক্লিক করুন। পরে একটি মেনু চালু হবে।
৪. মেনুতে নিচের দিকে স্ক্রল করে ‘মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস’ অপশনটি খুঁজে বের করুন এবং এতে ক্লিক করুন।
৫. এরপর ‘মেসেজ রিকোয়েস্ট’ অপশনে ক্লিক করুন।
৬. এবার ‘আদারস অন ইনস্টাগ্রাম’ অপশনে ক্লিক করুন।
৭. এখন ‘ডোন্ট রিসিভ রিকোয়েস্ট’ বাটনে ক্লিক করলে ইনস্টাগ্রামে যাদের ফলো করেন না বা আপনাকে ফলো করে না, এমন অ্যাকাউন্ট থেকে মেসেজ রিকোয়েস্ট আসা বন্ধ হয়ে যাবে।