সর্বশেষ
‘আলোচনা করে গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যাবে’
পিএসএল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দল-ভেন্যু
তারা স্পষ্ট করে বলছে না কোন পদ্ধতিতে পিআর চায়: নজরুল ইসলাম
ইনসাফ কায়েমে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান
জুলাই অভ্যুত্থানের এক বছরে কী পেল বাংলাদেশ?
বিএনপি সংস্কারবিরোধী বলে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: মির্জা ফখরুল
৫ সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছিল ইসরাইল
৩ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস
ভুয়া অ্যাপের ফাঁদ: স্মার্টফোন সুরক্ষিত রাখতে যা আপনাকে জানতেই হবে
তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কড়া বার্তা, পরীক্ষায় নকল করলে ৪ বছর নিষিদ্ধ
দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা
দাঁত পড়ে গেলে দুশ্চিন্তার দিন শেষ, গজাবে নতুন দাঁত
ক্ষতিকর অ্যান্টি এজিং ট্রিটমেন্টের বদলে নিয়মিত সেবন করুন এই ৩ প্রাকৃতিক উপাদান
১২ লুকে দেখে নিন টালিউডের এই আবেদনময়ী নতুন অভিনেত্রীকে

যে কন্যাকে গোপন কথা বলতেন নবীজি (সা.)

অনলাইন ডেস্ক

প্রিয় কন্যা ফাতেমা (রা.)-কে নিজের গোপন কথা জানাতেন মহানবী (সা.)। উম্মুল মুমিনিন আয়েশা (রা.) থেকে বর্ণিত একটি হাদিস থেকে এমনটিই জানা যায়। তিনি বলেন, একবার আমরা নবী (সা.)-এর সব স্ত্রী তাঁর কাছে জমায়েত হয়েছিলাম। আমাদের একজনও অনুপস্থিত ছিলাম না। এমন সময় ফাতেমা (রা.) পায়ে হেঁটে আসছিলেন। আল্লাহর কসম! তাঁর হাঁটা রাসুলুল্লাহ (সা.)-এর হাঁটার মতই ছিল। তিনি যখন তাঁকে দেখলেন, তখন তিনি আমার মেয়ের আগমণ শুভ হোক বলে তাঁকে সম্বর্ধনা জানালেন। এরপর তিনি যখন তাঁকে নিজের ডান পাশে অথবা (রাবী বলেন) বাম পাশে বসালেন। তারপর তিনি তাঁর সঙ্গে কানে-কানে কিছু কথা বললেন, তিনি (ফাতেমা) খুব অধিক কাঁদতে লাগলেন। এরপর তাঁকে চিন্তিত দেখে দ্বিতীয়বার তাঁর সঙ্গে তিনি কানে-কানে আরও কিছু কথা বললেন। তখন ফাতেমা (রা.) হাসতে লাগলেন।

তখন নবী (সা.)-এর স্ত্রীদের মধ্য থেকে আমি বললাম, আমাদের উপস্থিতিতে রাসুলুল্লাহ (সা.) বিশেষ করে আপনার সঙ্গে বিশেষ কী গোপনীয় কথা কানে-কানে বললেন, যার ফলে আপনি খুব কাঁদছিলেন? এরপর যখন নবী (সা.) উঠে চলে গেলেন, তখন আমি তাঁকে জিজ্ঞাসা করলাম যে, তিনি আপনাকে কানে-কানে কী বলেছিলেন? তিনি বললেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর ভেদ (গোপনীয় কথা) ফাঁস করব না।

এরপর রাসুলুল্লাহ (সা.)-এর মৃত্যু হলো। তখন আমি তাঁকে বললাম, আপনার ওপর আমার যে দাবী আছে, আপনাকে আমি তার কসম দিয়ে বলছি যে, আপনি কি গোপনীয় কথাটি আমাকে জানাবেন না? তখন ফাতেমাহ (রা.) বললেন, হ্যাঁ, এখন আপনাকে জানাব। সুতরাং তিনি আমাকে জানাতে গিয়ে বললেন, প্রথমবার তিনি আমার নিকট যে গোপন কথা বলেন, তা হলো এই যে, তিনি আমার কাছে বর্ণনা করেন যে, জিবরিল (আ.) প্রতি বছর এসে পূর্ণ কোরআন একবার আমার কাছে পেশ করতেন। কিন্তু এ বছর তিনি এসে তা আমার কাছে দুবার পেশ করেছেন। এতে আমি ধারণা করছি যে, আমার চির বিদায়ের সময় সন্নিকটে। সুতরাং তুমি আল্লাহকে ভয় করে চলবে এবং বিপদে ধৈর্য্যধারণ করবে। নিশ্চয়ই আমি তোমার জন্য উত্তম অগ্রগমনকারী। তখন আমি কাঁদলাম যা নিজেই দেখলেন।

তারপর যখন আমাকে চিন্তিত দেখলেন, তখন দ্বিতীয়বার আমাকে কানে-কানে বললেন, তুমি জান্নাতের মুসলিম মহিলাদের অথবা এ উম্মাতের মহিলাদের নেত্রী হওয়াতে সন্তুষ্ট হবে না? (আমি তখন হাসলাম)। (সহিহ বুখারি, হাদিস : ৬২৪৮)

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ