সর্বশেষ
যেসব কারণে সকালের নাশতা এড়িয়ে যাবেন না
ভুয়া তথ্য ও প্রতারণা রোধে প্রবাসী সংবাদকর্মীদের করণীয় নিয়ে আলোচনা সভা
এই দেশি ফলের সবচেয়ে পুষ্টিকর অংশটিই কি ফেলে দিচ্ছেন?  এর উপকারিতা আর খাওয়ার পদ্ধতি
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা
সকাল থেকে রাজধানীর যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
ফলভর্তি বাগানে সুখ খুঁজে পেলেন জয়া আহসান
হবু বউকে আংটি পরিয়ে দেওয়া জায়েজ?
দেশে ফিরলেন নারী ফুটবলাররা
হেলিকপ্টার থেকে গুলি করে তরুণীকে হত্যা: হাসিনাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
দুর্নীতির সমস্যা চিরতরে দূর করতে হবে: নাহিদ ইসলাম
গুলশানে প্রস্তুত হচ্ছে বাড়ি, ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান?
ব্যাংক পর্ষদে ৫০ ভাগ পরিচালক হবেন স্বতন্ত্র: গভর্নর
প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষকের জন্য সুখবর
অবশ্যই একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন
সীমান্তে বিএসএফের আগ্রাসী আচরণ আর মেনে নেব না: নাহিদ ইসলাম

ভুয়া তথ্য ও প্রতারণা রোধে প্রবাসী সংবাদকর্মীদের করণীয় নিয়ে আলোচনা সভা

অনলাইন ডেস্ক

ভুয়া তথ্য ও প্রতারণা রোধে প্রবাসী সাংবাদিকদের ভূমিকা নিয়ে গত শুক্রবার কুয়েতের আব্বাসিয়া মোজাম্মার স্কাইট্যাচ ট্রাভেল এজেন্সির হলে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত। সভায় প্রবাসীদের কল্যাণে অব্যাহতভাবে কাজ করে যাওয়ার বিষয়টি গুরুত্ব পায়।

আলোচনায় উঠে আসে প্রবাসীদের ন্যায্য অধিকার আদায় এবং ভুয়া তথ্য ও প্রতারণা রোধে সংবাদকর্মীদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন। সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. হেবজু মিয়া।

সভাপতির বক্তব্যে মঈন উদ্দিন সরকার বলেন, একজন সংবাদকর্মী হিসেবে আমি যেমন প্রবাসীদের কল্যাণে তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশে চেষ্টা করি, তেমনি সহকর্মীদেরও অনুপ্রাণিত করি এবং পাশে রাখি।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভুয়া তথ্য এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপনের কারণে প্রবাসীরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। এসব প্রতারণা রোধে সত্য এবং যাচাই করা সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

তিনি আরও বলেন, ভিসা জালিয়াতি, আকামা, আবাসনের ঠিকানা পরিবর্তন, ইউরোপে প্রেরণ, কুয়েতের আইন কানুন সম্পর্কে সাধারণ প্রবাসীদের সচেতন করতে হবে এবং প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে তাদের ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক এবং বাংলা টিভির প্রতিনিধি আ হ জুবেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি এবং নিউজ টুয়েন্টি ফোর টিভির প্রতিনিধি জাহাঙ্গীর খান পলাশ, প্রবাস বাংলার সম্পাদক আ ক ম আজাদ, এবং বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।

আলোচনার পাশাপাশি, সভায় উপস্থিত সাংবাদিকরা কুয়েতে অবস্থানরত বাংলাদেশ প্রেস ক্লাবের আন্তর্জাতিক সম্পাদক সেলিম হাওলাদারের দ্রুত আরোগ্য কামনা করেন।

এছাড়াও, প্রয়াত সাংবাদিক শরিফ মিজান ও মো. ইয়াকুবের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন জাহাঙ্গীর খান পলাশ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ