সর্বশেষ
সংস্কার বাস্তবায়নের পর নির্বাচন চায় এনসিপি
৩১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা, মানতে হবে ৪ গুরুত্বপূর্ণ নির্দেশনা
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অ্যালোভেরা জেল কীভাবে লাগাবেন? 
লটকনের পুষ্টিগুণ
মিনিড্রেসের ৭টি আবেদনময় লুকে মোহনীয় মন্দিরা
দুধ বা দুধের তৈরি খাবার খেলেই সমস্যা হয়?
ফিউশনওয়্যারে জুড়ি নেই তানজিন তিশার, দেখে নিন আকর্ষণীয় ১০ লুক
রক্তে অতিরিক্ত চর্বির কারণ ও প্রতিকার
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস

সারা রাত ভিজিয়ে রাখা কাঠবাদাম ও কিশমিশে রয়েছে জাদুকরি সব উপকার

অনলাইন ডেস্ক

সারা রাত ভিজিয়ে রাখা কাঠবাদাম ও কিশমিশ শুকনা অবস্থার চেয়ে বেশি উপকারী এবং ওজন কমাতে দারুণ কার্যকর। সারা রাত ভিজিয়ে রাখলে কাঠবাদাম ও কিশমিশের উপরিভাগে লেগে থাকা ক্ষতিকারক ট্যানিক অ্যাসিড দূর হয় এবং বেড়ে যায় পুষ্টিমান; যা হজমকে অনেক বেশি সহজতর করে। জার্নাল অব অবিসিটি অ্যান্ড মেটাবোলিজম অনুযায়ী, কাঠবাদাম খেলে পেট ভরা থাকে, অযথা ক্ষুধা পায় না। ফলে ওজন কমানোরা প্রক্রিয়া ত্বরান্বিত হয়। কিশমিশের গ্লাইসেমিক ইনডেক্স কম, যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে; যা ডায়াবেটিকস রোগীদের জন্য উপকারী। এই দুটি শুকনা ফলই হৃদ্‌যন্ত্র ও ত্বকের জন্য ভালো। যেকোনো পুষ্টিবিদের দেওয়া খাদ্যতালিকায় অবশ্যই শুকনা ফল কাঠবাদাম ও কিশমিশ থাকবেই। আয়ুর্বেদ অনুযায়ী, কাঠবাদাম উষ্ণ ও কিশমিশ হচ্ছে শীতল। উভয়ের সমন্বয় সার্বিকভাবে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।

কাঠবাদাম সারা রাত ভিজিয়ে রাখলে এর উপরিভাগের ক্ষতিকারক উপাদান দূর হওয়ার পাশাপাশি তা হজমে সহায়তা করে। এ সময় এখান থেকে বিশেষ ধরনের এনজাইম ‘লাইপেজ’ নিঃসরিত হয়, যা চর্বি গলাতে সহায়তা করে।

সারা রাত ভিজিয়ে রাখা কিশমিশ হৃদ্‌যন্ত্রের রোগপ্রতিরোধের পাশাপাশি, হজমের উন্নতি হয়। কিশমিশে থাকা পটাশিয়াম রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক। অন্যদিকে কাঠবাদামের মনোস্যাচুরেটেড ফ্যাট খারাপ কোলেস্টেরল বা এলডিএলকে কমিয়ে দেয়। কিশমিশের প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট ক্ষতিকারক র‍্যাডিক্যাল কমিয়ে ত্বক সুরক্ষায় সহায়তা করে। নিয়মিত কিশমিশ খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে ও ত্বক মসৃণ হয়। এতে রয়েছে ভিটামিন ই ও কার্যকর অ্যান্টি-অক্সিডেন্ট। সারা রাত ভিজিয়ে রাখা কাঠবাদাম ত্বকের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে।
ভিজিয়ে রাখা কাঠবাদামে ভালো মানের ফাইবার ও প্রচুর প্রোটিন থাকলেও শর্করার পরিমাণ কম থাকায় যাঁরা ওজন কমাতে চান, তাঁরা স্ন্যাকস হিসেবে খেতে পারেন। এতে ভালো ফল পাওয়া যাবে।

ভিজিয়ে রাখা কাঠবাদামে আরও থাকে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও ফসফরাস; ফলে হাড় মজবুত করতে ও অস্টিওপোরেসিস আর ক্যানসার প্রতিরোধে সহায়ক বলে গবেষণায় জানা গেছে।

কাঠবাদাম ও কিশমিশ—এ দুটি প্রাকৃতিক উপাদান নিয়মিত খেলে বড় ধরনের রোগবালাই থেকে দূরে থাকা যায়।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ