সর্বশেষ
জিএম কাদের একদিনও কারাগারে যাননি, মিছিল-সমাবেশও করতে পারেননি: রুহুল আমিন
জাকসু নির্বাচন: হল সংসদের ভিপি-জিএস হলেন যারা
আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও পিআর ঠেকাবে ছাত্রদল: হামিম
এখনই যুগপৎ আন্দোলন বা জোটে যাচ্ছে না এনসিপি, প্রকাশিত খবরটি ‘মিসলিডিং’
‘মাহফুজ আলমকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার ও উপদেষ্টারা’
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ১২ দিনের ছুটি, কবে থেকে?
কারফিউ প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে নেপালের জনজীবন
এবার সার আমদানিতে সরকারের বিপুল অর্থ সাশ্রয়, অযৌক্তিক মুনাফার সুযোগ বন্ধ: কৃষি মন্ত্রণালয়
ভোট কারচুপি প্রমাণ করতে পারলে পদত্যাগ করব: প্রধান নির্বাচন কমিশনার
শিক্ষার্থীদের স্বার্থে রায় মেনে নেওয়ার কথা বললেন ছাত্রদলের এজিএস প্রার্থীসহ ৩ জনের
নির্ধারিত সময়ে এলডিসি থেকে উত্তরণে প্রস্তুতি নিচ্ছে সরকার: আনিসুজ্জামান চৌধুরী
নেইমার কেমন খেলছে দেখব না, সম্পূর্ণ ফিট হলেই চলবে: আনচেলত্তি
পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য ড. স্নিগ্ধা
এমপি-মন্ত্রী হওয়ার জন্য পাগল হবেন না: গয়েশ্বর চন্দ্র রায়
ওবায়দুল কাদেরের তদবিরে রক্ষা পেলেও এবার বেরিয়ে আসছে সালমার থলের বিড়াল

ফেসবুক মনিটাইজেশন চলে গেলে যেভাবে ফিরে পাবেন

অনলাইন ডেস্ক

বর্তমানে অনলাইনে আয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো ফেসবুক ও ইউটিউব। এখানে কনটেন্ট তৈরি করে হাজার হাজার মানুষ নিয়মিত অর্থ উপার্জন করছেন। তবে অনেক সময় ছোটখাটো ভুলের কারণে মনিটাইজেশন বন্ধ হয়ে যায়, যা কনটেন্ট নির্মাতাদের জন্য হতাশাজনক হয়ে দাঁড়ায়। প্ল্যাটফর্মের নীতিমালা ভাঙা কিংবা ভুলবশত কোনো কনটেন্ট আপলোডের কারণে এই সমস্যা দেখা দিতে পারে। তবে মনিটাইজেশন বন্ধ হওয়া মানেই সব শেষ নয়। কিছু ধাপ অনুসরণ করে আবারও এটি ফেরত পাওয়া সম্ভব।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে আপনি ফেসবুক মনিটাইজেশন চালু করবেন আবার চলে গেলে সহজে ফিরে পাবেন।

মনিটাইজেশন চালুর ধাপসমূহ

Creator Studio থেকে আবেদন করুন: https://business.facebook.com/creatorstudio লিংকে যান। বাম পাশে থাকা Monetization অপশনে ক্লিক করুন। সেখানে আপনার পেজ মনিটাইজেশনের জন্য যোগ্য কি না, তা দেখা যাবে। যদি যোগ্যতা থাকে, তাহলে Apply বাটনে ক্লিক করে আবেদন করুন। ফেসবুক আপনার আবেদন পর্যালোচনা করবে এবং সবকিছু ঠিক থাকলে মনিটাইজেশন চালু হয়ে যাবে।

মনিটাইজেশনের জন্য প্রয়োজনীয় শর্তাবলি: 

১. পেজে ১০,০০০ ফলোয়ার থাকতে হবে।

২. গত ৬০ দিনে ভিডিওতে ৬ লাখ মিনিট ওয়াচ টাইম থাকতে হবে।

৩. কমপক্ষে ৫টি সক্রিয় ভিডিও থাকতে হবে।

৪. ভিডিওগুলো ৩ মিনিটের বেশি দৈর্ঘ্যের হতে হবে।

৫. কনটেন্ট ও পেজ Facebook’s Monetization Policies অনুযায়ী হতে হবে।

৬. দেশভিত্তিক যোগ্যতা থাকতে হবে (বাংলাদেশে সীমিত সুবিধা চালু রয়েছে)।

৭. অ্যাকাউন্ট ভেরিফিকেশন করণীয়

৮. পেজের About সেকশন পূর্ণ করুন

৯. প্রোফাইল ও কভার ফটো যুক্ত করুন

যে কারণে বন্ধ হয় মনিটাইজেশন সুবিধা

মেটার পক্ষ থেকে আরও জানানো হয়, গত এপ্রিল থেকেই তারা স্প্যাম লিংক ও কমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যে এক কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। একই কনটেন্ট বা কমেন্ট বারবার পোস্ট করায় পাঁচ লাখেরও বেশি অ্যাকাউন্টের রিচ কমিয়ে দেওয়া হয়েছে। কিছু অ্যাকাউন্ট থেকে পোস্ট করার সুবিধাও বন্ধ করে দেওয়া হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভবিষ্যতে যারা কপি করা কনটেন্ট পোস্ট করবেন, তাদের আর ফেসবুক মনিটাইজেশনের আওতায় আনা হবে না। শুধুমাত্র যারা নিজেদের আইডিয়া দিয়ে মৌলিক কনটেন্ট তৈরি করে জনপ্রিয় হবেন, তারাই পাবেন আয় করার সুযোগ।সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো— ভবিষ্যতে যারা কপি করা কনটেন্ট পোস্ট করবেন, তাদের আর ফেসবুক মনিটাইজেশনের আওতায় আনা হবে না। শুধুমাত্র যারা নিজেদের আইডিয়া দিয়ে মৌলিক কনটেন্ট তৈরি করে জনপ্রিয় হবেন, তারাই পাবেন আয় করার সুযোগ।

কীভাবে মনিটাইজেশন ফিরে পাবেন?

প্রথমেই আপনার চ্যানেল বা পেজের কনটেন্ট গুলো খুঁটিয়ে দেখুন। কোন ভিডিও বা পোস্টটি মনিটাইজেশন নীতিমালা ভঙ্গ করেছে তা চিহ্নিত করুন। ফেসবুক সাধারণত ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয় সমস্যার ধরণ। কপিরাইট বা কমিউনিটি স্ট্রাইক থাকলে তা ঠিক করুন । যদি কপিরাইট স্ট্রাইক থাকে, তাহলে ভিডিও মুছে ফেলুন বা তার মধ্যে থাকা কপিরাইট কনটেন্ট সরিয়ে দিন।

মনিটাইজেশন ফেরত পেতে কিছু গুরুত্বপূর্ণ টিপস

Creator Studio ব্যবহার করুন: ফেসবুকের Creator Studio-তে গিয়ে ‘Monetization’ অপশনে ক্লিক করুন।

Eligibility চেক করুন: ‘In-Stream Ads’, ‘Stars’, ‘Subscriptions’ ইত্যাদি অপশনের জন্য আপনার পেজ কতটা উপযুক্ত তা যাচাই করুন।

সমস্যা থাকলে সমাধান করুন: কোনো কনটেন্ট কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করছে কিনা তা চেক করে ডিলিট বা এডিট করুন।

Appeal করুন (যদি সম্ভব হয়): অনেক সময় ‘Appeal’ করার সুযোগ থাকে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে পর্যালোনার মাধ্যমে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।

কনটেন্টে কোনো রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিকভাবে স্পর্শকাতর বিষয় উপস্থাপন করলে তা নিরপেক্ষ ও ভদ্রভাবে করুন।ইউজার এনগেজমেন্ট বাড়াতে কমেন্টের উত্তর দিন, লাইভ আসুন, কমিউনিটি ট্যাব ব্যবহার করুন।SEO অনুসারে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন দিন।ইউটিউব বা ফেসবুক থেকে দেওয়া মনিটাইজেশন ইমেইলটি ভালোভাবে পড়ুন এবং সেখানকার নির্দেশনা অনুসরণ করুন।

উল্লেখ্য, ফেসবুক থেকে আয় করতে হলে অবশ্যই কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে এবং ধাপে ধাপে নিয়ম মেনে আবেদন করতে হবে। নিয়মিত মানসম্পন্ন কনটেন্ট প্রকাশ, কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসরণ এবং অ্যাকাউন্ট সুরক্ষা বজায় রাখলে মনিটাইজেশন সুবিধা পাওয়া সহজ হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ