টবে শখ করে ফুলগাছ বা পাতাবাহার এনেছেন। কিন্তু কয়েক দিনের মধ্যেই গাছটি কেমন যেন শুকিয়ে যাচ্ছে। পানি, সার সব কিছু দেওয়ার পরও গাছ বাঁচছে না, এই সমস্যার মুখে আমাদের অনেকেরই পড়তে হয়। কাউকে বা বলতে শোনা যায়, আমার হাতে গাছ হয় না।
আসলে হাতের জাদু নয়, বরং কিছু ভুলই গাছকে দ্রুত নষ্ট করে দেয়। প্রতিটি গাছের আলাদা পরিবেশের দরকার হয়। তাই টবের গাছ বাঁচাতে হলে আগে বুঝতে হবে কোন কোন কারণে গাছ নষ্ট হচ্ছে, আর কোন কোন অভ্যাস বদলাতে হবে। চলুন, জেনে নিই।
টবের মাপ ঠিক আছে তো?
গাছের প্রজাতি অনুযায়ী টব বেছে নিতে হবে। একেবারে ছোট টব না নিয়ে মাঝারি মাপের টব ব্যবহার করা ভালো। যদি লক্ষ্য করেন গাছের বৃদ্ধি থেমে গেছে, পাতা হলুদ বা বিবর্ণ হয়ে যাচ্ছে, বারবার পানি দেওয়ার পরও টবের মাটি দ্রুত শুকিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে শিকড় পুরো টবে ছড়িয়ে পড়েছে। সে ক্ষেত্রে গাছকে আরো বড় টবে বসাতে হবে।
যেমন— যদি প্রথমে ৮ বা ১২ ইঞ্চির টব ব্যবহার করেন, তবে পরে গাছটিকে ১৬ ইঞ্চির টবে সরিয়ে দিন।
টবে নিষ্কাশনের ব্যবস্থা আছে তো?
টবের নিচে ছিদ্র থাকছে কি না তা পরীক্ষা করা জরুরি। অতিরিক্ত পানি বের হতে না পারলে গোড়ায় পানি জমে গাছ নষ্ট হয়ে যায়। যদি পাতাগুলো হলুদ হতে থাকে, তার মানে গাছে বেশি পানি দেওয়া হচ্ছে। মনে রাখতে হবে, সব গাছের পানি শোষণের ক্ষমতা সমান নয়।
যেসব গাছে কম পানির প্রয়োজন, তাদের কম পানিই দিতে হবে।
বর্ষায় টবে জমা পানি ফেলুন নিয়মিত
বর্ষাকালে বৃষ্টির কারণে টবে পানি জমে থাকে। এতে মশা জন্মাতে পারে, আবার অনেক গাছ অতিরিক্ত পানি একেবারেই সহ্য করতে পারে না। তাই বৃষ্টি হওয়ার পর টবে জমে থাকা পানি অবশ্যই ফেলে দিতে হবে এবং টব পরিষ্কার রাখতে হবে। কখনো বাড়তি পানি জমতে দেবেন না।
রোদ কতটা দরকার?
কিছু গাছ শুধু ছায়ায় ভালো থাকে, আবার কিছু গাছের বাড়তি রোদ প্রয়োজন। ঘরের ভেতরে যেসব গাছ বেঁচে থাকে, সেগুলো সাধারণত ছায়াপ্রিয়। বেশি রোদে রাখলে পাতাই শুকিয়ে যেতে পারে। তাই ঘরের কোন জায়গায় কতটা রোদ পড়ে, তা বুঝে গাছ রাখুন। তবে মনে রাখবেন, ইনডোর প্লান্ট হলেও মাঝে মাঝে খোলা রোদে রাখা দরকার।
সুত্র : আনন্দবাজার









