সর্বশেষ
জিএম কাদের একদিনও কারাগারে যাননি, মিছিল-সমাবেশও করতে পারেননি: রুহুল আমিন
জাকসু নির্বাচন: হল সংসদের ভিপি-জিএস হলেন যারা
আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও পিআর ঠেকাবে ছাত্রদল: হামিম
এখনই যুগপৎ আন্দোলন বা জোটে যাচ্ছে না এনসিপি, প্রকাশিত খবরটি ‘মিসলিডিং’
‘মাহফুজ আলমকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার ও উপদেষ্টারা’
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ১২ দিনের ছুটি, কবে থেকে?
কারফিউ প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে নেপালের জনজীবন
এবার সার আমদানিতে সরকারের বিপুল অর্থ সাশ্রয়, অযৌক্তিক মুনাফার সুযোগ বন্ধ: কৃষি মন্ত্রণালয়
ভোট কারচুপি প্রমাণ করতে পারলে পদত্যাগ করব: প্রধান নির্বাচন কমিশনার
শিক্ষার্থীদের স্বার্থে রায় মেনে নেওয়ার কথা বললেন ছাত্রদলের এজিএস প্রার্থীসহ ৩ জনের
নির্ধারিত সময়ে এলডিসি থেকে উত্তরণে প্রস্তুতি নিচ্ছে সরকার: আনিসুজ্জামান চৌধুরী
নেইমার কেমন খেলছে দেখব না, সম্পূর্ণ ফিট হলেই চলবে: আনচেলত্তি
পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য ড. স্নিগ্ধা
এমপি-মন্ত্রী হওয়ার জন্য পাগল হবেন না: গয়েশ্বর চন্দ্র রায়
ওবায়দুল কাদেরের তদবিরে রক্ষা পেলেও এবার বেরিয়ে আসছে সালমার থলের বিড়াল

বিনামূল্যে ২ লাখ টাকার আইটি কোর্স, যেভাবে করবেন আবেদন

অনলাইন ডেস্ক

আইডিবি-বিআইএসইডব্লিউ তাদের আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৬৯তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি শুরু করেছে। নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীরাও এই প্রোগ্রামের আওতায় বিনামূল্যে সাড়ে আট মাসের আইটি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

আইটি খাতের বর্তমান চাকরির বাজারের চাহিদা বিবেচনায় এই কোর্সগুলো পরিচালনা করছে আইডিবি-বিআইএসইডব্লিউ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, কোর্স শেষ করা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থী সফলভাবে দেশ-বিদেশে কর্মরত আছেন।

কোর্স সুযোগসুবিধা

প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৯ বছর ধরে এই প্রোগ্রাম পরিচালনা করছে। এখন পর্যন্ত ১৭ হাজার ২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি হয়েছে, যারা দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।

  • প্রোগ্রামের আওতায় ১৩টি আইটি কোর্সে স্কলারশিপ প্রদান করা হবে।
  • প্রতি রাউন্ডে আসনসংখ্যা ১৬৫টি।
  • প্রশিক্ষণ কোর্সটির বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা, যা প্রার্থীরা একেবারে বিনামূল্যে পাবেন।
  • কোর্স সফলভাবে সম্পন্নকারীদের জন্য রয়েছে চাকরির সুযোগ এবং আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সম্ভাবনা।

যোগ্যতা: প্রার্থীকে স্নাতক, ফাজিল, মাস্টার্স, কামিল পাস অথবা মাস্টার্স/কামিলে অধ্যয়নতরত হতে হবে। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস, সিভিল, আর্কিটেকচার, সার্ভে বা কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।

এছাড়া আগের কোনো রাউন্ডে অংশগ্রহণকারী প্রার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন না। ডিপ্লোমাধারীদের জন্য কোর্সগুলো কেবল ঢাকাতেই অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। গণিত ও ইংরেজি বিষয়ে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আইডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে ভর্তির বিস্তারিত তথ্য ও আবেদন করা যাবে অনলাইনে

আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ