সর্বশেষ
এআই এত কনফিউজড কেন?
গাজায় কোন আন্তর্জাতিক বাহিনী ঢুকবে, তা ঠিক করবে ইসরায়েল : নেতানিয়াহু
পাঁচ বছর পর ভারত-চীনের সরাসরি ফ্লাইট চালু
রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কোথায়, জানালো কারা অধিদপ্তর
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশ রিপাবলিকান পার্টিও পেলো হাতি মার্কা
প্রতিহিংসার রাজনীতির পরিহার করতে হবে: আমীর খসরু
সমাজমাধ্যমে অপপ্রচার, ৫০ কোটি টাকার মানহানি মামলা বিএনপি নেতার
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নতুন পরিচালক
মেট্রোরেলে দুর্ঘটনার পর আলোচনায় ‘বিয়ারিং প্যাড’: কী এটি, কেন এত গুরুত্বপূর্ণ
দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে: সেনাপ্রধান
আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি: আখতার
মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, চাকরির আশ্বাস
একজনের নামে সর্বোচ্চ কয়টি সিম থাকবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
জিমেইল হ্যাক হলে অ্যাকাউন্ট ফিরে পাবার উপায়

খালি চোখে চন্দ্রগ্রহণ দেখা কি ক্ষতিকর?

অনলাইন ডেস্ক

খালি চোখে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে অনেকে ভয় পান। তাতে নাকি চোখের ক্ষতি হতে পারে। তবে এই ধারণার পিছনে কি কোনও যুক্তি রয়েছে?

আজ বাংলাদেশসহ সহ সারা পৃথিবীতে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এ দিন রাত ৯টা থেকে গ্রহণ শুরু হবে। তারপর গভীর রাত পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। আর সবথেকে বড় কথা, আজ প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট ধরে চলবে পূর্ণগ্রাস গ্রহণ। পাশাপাশি রাতের আকাশে দেখা মিলতে পারে রেড মুন বা রক্তবর্ণ চাঁদের। তাই আজ বহু মানুষই আকাশের দিকে তাকাবেন।

তবে প্রশ্ন হল, আজ রাতের আকাশে চন্দ্রগ্রহণের দিকে খালি চোখে তাকালে কি ক্ষতি হতে পারে? চোখে একাধিক সমস্যা নিতে পারে পিছু? আর সেই উত্তরটা জানতেই পড়ে নিন নিবন্ধটি।

সত্যিই কি চন্দ্রগ্রহণ দেখলে হতে পারে চোখের ক্ষতি?

এই প্রশ্নের উত্তরে বলি, না চন্দ্রগ্রহণ দেখার সঙ্গে সরাসরি চোখের ক্ষতি হওয়ার কোনও আশঙ্কা নেই। তাই আপনি চাইলে অনায়াসে এই গ্রহণ দেখতে পারেন। তাতে ক্ষতি হবে না বললেই চলে।

কেন চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই?

আসলে পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মধ্যে দিয়ে যায়, তখন হয় চন্দ্রগ্রহণ। এক্ষেত্রে চাঁদের উপর ছায়া পড়ে। তাই চন্দ্রগ্রহণের সময় যেই আলো আপনি দেখতে পান, সেটা চন্দ্রপৃষ্ঠ থেকে প্রতিফলিত হওয়ার আলো। আর প্রতিফলিত আলো থেকে কোনও ক্ষতি হওয়ার আশঙ্কাই নেই। তাই এ দিন অনায়াসে চাঁদের দিকে তাকিয়ে মহাজাগতিক দৃশ্য দেখতে পারেন।

বেশি চমকায় না

অনেকেই মনে করেন চন্দ্রগ্রহণের দিন বোধহয় চাঁদের আলোর রোশনাই বেড়ে যায়। যদিও এই কথার গ্রহণযোগ্যতা নেই। কারণ, বিজ্ঞান বলছে, অন্যদিনও চাঁদের যেমন আলো থাকে, এ দিনও থাকে ঠিক তাই। এর থেকে বেশি কিছু থাকে না। যার ফলে রাতের আকাশে চন্দ্রগ্রহণ দেখলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।

কোনও ক্ষতিকর রশ্মি ধেয়ে আসে না

কিছু মানুষের মতে, চন্দ্রগ্রহণের সময় চাঁদের থেকে কিছু ক্ষতিকর রশ্মি চোখের দিকে ধেয়ে আসে। তাতে অক্ষিগোলকের হতে পারে ক্ষতি। যদিও এই কথার কোনও সারমর্ম নেই। কোনও ক্ষতিকর রশ্মি চাঁদ থেকে ছুটে আসে না। তাই এ দিন খুব সুরক্ষিত ভাবেই গ্রহণ দেখতে পারেন।

বাচ্চাদের চোখের ক্ষতি হতে পারে?

আজ অনেকেই নিজেরা তো গ্রহণ দেখবেন। কিন্তু বাচ্চাদের দেখতে দেবেন না। আর এই কাজের কোনও যুক্তি নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, চন্দ্রগ্রহণ বাচ্চারাও অনায়াসে দেখতে পারে। তাতে চোখের ক্ষতির আশঙ্কা প্রায় নেই। সূত্র: ইন্ডিয়া টাইমস বাংলা

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ