সময়ের জনপ্রিয় মুখ সাদিয়া আয়মানের মিষ্টি হাসি আর সুন্দর অভিনয়ের পাশাপাশি অনুরাগীরা তাঁর অসাধারণ ফ্যাশন সেন্সেরও তারিফ করেন। ছিমছাম সাজপোশাকেই বেশির ভাগ সময় ফ্রেমবন্দী হন অভিনেত্রী।
তবে সম্প্রতি শেয়ার করা লুকের ছবিগুলো থেকে যেন তাঁর ভক্তরা চোখই সরাতে পারছেন না। ৭ সেপ্টেম্বর ব্লেন্ডার্স চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে ল্যাভেন্ডার আউটফিটের নজরকাড়া লুকে দেখা যায় তাঁকে। ছবির গল্পে লুকের আদ্যোপান্ত জেনে আসি চলুন।
সাদিয়া আয়মানের ফ্যাশন স্টেটমেন্ট সব সময় নজর কাড়ে। এবার তিনি ফ্রেমবন্দী হয়েছেন ডিজাইনার লেবেল শানায়া কত্যুরের আউটফিটে
ফ্লোরছোঁয়া ল্যাভেন্ডার গাউনে অভিনেত্রী লাইমলাইট চুরি করে নিয়েছেন।
গাউনের বিশেষ আকর্ষণ কাট ও ডিজাইনে। ওয়ান-শোল্ডার স্টাইল আর কোমরের কাটআউট নকশা দিয়েছে ড্রামাটিক লুক।
আবেদন ছড়াচ্ছে গাউনের সাইড স্লিট ডিজাইনও। আর পায়ে পরতে বেছে নিয়েছেন স্ট্র্যাপি হিল। হাতে শোভা পাচ্ছে সিলভার গ্রে ক্লাচ ব্যাগ।
এই মিনিমাল আর সফট গ্ল্যাম সাজে জাহিদ খানরন ব্রাইডাল মেকওভারে ভরসা রেখেছেন সাদিয়া। চুল রাখা হয়েছে সাইড কার্ল করে, যা ভিন্টেজ আমেজ এনেছে লুকে।
গলায় সাদা স্টোনের চোকার নেকপিস, কানে ম্যাচিং স্টাড ইয়াররিংসে সাজ হয়েছে পরিপূর্ণ।