চাঁদপুরে জেলা প্রশাসকের নেওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একদিন সবুজ আরেক দিন লাল রঙের সিএনজি ও অটোবাইক চলাচল করার সিদ্ধান্ত না মেনে চালকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও তা মানতে অস্বীকৃতি জানান চালকরা। পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে চাঁদপুর-রায়পুর সড়ক, বঙ্গবন্ধু সড়কসহ শহরের বিভিন্ন স্থানে চালকরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে সড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যাত্রী-সাধারণ চরম ভোগান্তিতে পড়েন। অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে হেঁটেই নিজ নিজ গন্তব্যে চলে যান।
চালকদের অভিযোগ, রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল ব্যবস্থা তাদের জীবিকা ব্যাহত করবে। এতে যাত্রীসেবায়ও সমস্যা তৈরি করবে।
অন্যদিকে প্রশাসনের দাবি, যানজট ও বিশৃঙ্খলা কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।