উত্তাল সময় পেরিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুসহ বড় বড় জেলাগুলোতে সেনা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম অন্নপূর্ণা টাইমসের মতে, গতকালের তুলনায় আজকের কাঠমান্ডুর চিত্র একেবারেই ভিন্ন।
প্রতিবেদনে বলা হয়েছে, শহরের প্রধান প্রধান মোড়ে সেনা মোতায়েন রয়েছে। কারফিউ জারির কারণে সড়কে যানবাহনের সংখ্যা খুবই কম। তবে জরুরি কাজে বের হওয়া নাগরিকদের সেনারা পরিচয়পত্র পরীক্ষা করে চলাচলের অনুমতি দিচ্ছে। সাধারণ মানুষ অধিকাংশই ঘরে অবস্থান করছেন।
অন্যদিকে, জেনারেশন জেড নেতৃত্বাধীন আন্দোলন এখন অনেকটাই স্তিমিত হয়েছে। আন্দোলনে অংশ নেওয়া তরুণদের এখন রাজধানীর বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে দেখা যাচ্ছে।
নতুন বানেশ্বরস্থ সংসদ ভবনের সামনেই চলছে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। সেনারা এ কাজে যুক্ত তরুণদের কোনো ধরনের বাধা দেয়নি।