সেই ২০১৮ সালে প্রথম প্রচার হয় জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। নাট্যনির্মাতা কাজল আরিফিন অমির সৃষ্ট এই ধারাবাহিকটি বাংলা টেলিভিশনে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে। দেখতে দেখতে নাটকটির চারটি সিজনের সফল প্রচার হয়ে গেছে। এবার দর্শকের মাঝে ফিরে এসেছে ‘ব্যাচেলর পয়েন্ট-৫’। দারুণ খবর হলো, নতুন এই মৌসুমে ফিরছে নাটকটির পুরনো চরিত্র নেহাল।
তৌসিফ তার বক্তব্যে বলেন, ‘ঈদের সারা বছর বাড়ি ফেরার যে একটা আকুতি থাকে মানুষের। আমার ব্যাচেলর পয়েন্ট এ ফিরে মনে হচ্ছে ঈদে বাড়ি ফিরলাম।’
তৌসিফ বলেন, ‘এত নার্ভাস কখনো হয়নি। পাঁচ বছর ধরে সবার একটি প্রশ্ন প্রতিদিন শুনতে হয়েছে। দর্শকদের এত ভালোবাসা নেহালকে ফেরত আনতে বাধ্য করেছে। যারা নেহালকে ভুলেনি সবাইকে ধন্যবাদ। আমি নিজেও অপেক্ষা করেছিলাম ফেরার জন্য। এমনভাবেই ফিরতে চেয়েছিলাম।’
এই অভিনেতা আরো বলেন, ‘যখন আমি ধারাবাহিকটিতে ছিলাম না তখন অনেক কথা শুনতে হয়েছে। অনেকেই ব্যাচেলর পয়েন্ট নিয়ে আমার সামনে নেতিবাচক মন্তব্য করেছেন, যা শুনতে খারাপ লাগতো। তখন কিছু বলতে পারিনি।’
এতদিন এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম- যোগ করে তৌসিফ বলেন, ‘দুই রুম দিয়ে শুটিং শুরু হয়েছিল। সেই ব্যাচেলর পয়েন্ট আজ বড় পরিসরে বলতেই ভালো লাগছে। আর এই ফেরার অনুভূতি বোঝানো যাবে না। ঈদে বাড়ি ফেরার মতো অনুভূতি হচ্ছে, দীর্ঘ পাঁচ বছর পর পরিবারের কাছে পেয়ে আনন্দিত।’
২০১৮ সালে সম্প্রচার শুরু হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের। ইতিমধ্যেই নাট্যনির্মাতা কাজল আরিফিন অমি নির্মিত ধারাবাহিক চার সিজন শেষ হয়েছে। দর্শকের চাহিদার কথা মাথায় রেখে সম্প্রচারে ‘ব্যাচেলর পয়েন্ট-৫’।