সর্বশেষ
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১৪ জনের প্রাণহানি
ঘষা দিতেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ
নুরের ওপর হামলায় সরকারের টালবাহানা মেনে নেব না: আল মামুন
বন্ধুর সহায়তায় জীবনে প্রথম ভোট দিলেন দৃষ্টিপ্রতিবন্ধী আইয়ুব আলী, জানালেন অভিজ্ঞতা
নাগরিকত্ব নিয়ে মিথ্যাচার, টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু
জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন
সিদ্ধান্ত বদল, নতুন পদ্ধতিতে হবে জাকসুর ভোট গণনা
৯/১১ হামলার বিষয়ে আগেই জানতো ইসরায়েলি গোয়েন্দারা
মেক্সিকোতে গ্যাস পরিবহনকারী ট্রাকে বিস্ফোরণ, নিহত ৩
শিবির সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছাত্রদলের
আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়
টরন্টোতে টাইমলেস লুকে জাহ্নবী কাপুরের রাজকীয় উপস্থিতি
দান-সদকায় সম্পদ ও রিজিক বৃদ্ধি পায়
ব্যাচেলর পয়েন্টে ফিরে যা বললেন তৌসিফ

মেক্সিকোতে গ্যাস পরিবহনকারী ট্রাকে বিস্ফোরণ, নিহত ৩

অনলাইন ডেস্ক

মেক্সিকোর রাজধানীতে গ্যাস পরিবহনকারী ট্রাকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এতে কমপক্ষে তিনজন নিহত এবং দগ্ধ ও আহত হয়েছেন আরও ৭০ জন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে মেক্সিকো সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। এতে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে আর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে যায় অন্তত ৩০টি যানবাহন।

ট্রাকটিতে প্রায় ৫০ হাজার লিটার গ্যাস ছিল। দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।

ইতোমধ্যে দুর্ঘটনার শিকার ট্রাক ও গাড়িগুলো সরিয়ে নেয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ও আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই প্রাণহানি বাড়বে বলে শঙ্কা রয়েছে।

শহরটির মেয়র ক্লারা ব্রুগাদা সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করেছেন, যাদের মধ্যে কয়েকজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।

এর আগে ব্রুগাদা সাংবাদিকদের জানান, অন্তত ১৯ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত সেই সংখ্যাটি পরিবর্তিত হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

ব্রুগাদা বলেন, ‘এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। কী ঘটেছিল তা নির্ধারণ করার জন্য প্রসিকিউটর দপ্তর তদন্ত শুরু করছে।’

ট্রাকের চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকো সিটি’র নিরাপত্তামন্ত্রী পাবলো ভাসকেস কামাচো। তিনি বলেন, ‘সে এখনো জীবিত আছে, তবে গুরুতর অবস্থায় রয়েছে।’

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ