সর্বশেষ
গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশসহ চারভাবে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ 
জামালদের নিয়ে নেপাল ছাড়লো সেনাবাহিনীর বিশেষ বিমান
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১৪ জনের প্রাণহানি
ঘষা দিতেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ
নুরের ওপর হামলায় সরকারের টালবাহানা মেনে নেব না: আল মামুন
বন্ধুর সহায়তায় জীবনে প্রথম ভোট দিলেন দৃষ্টিপ্রতিবন্ধী আইয়ুব আলী, জানালেন অভিজ্ঞতা
নাগরিকত্ব নিয়ে মিথ্যাচার, টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু
জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন
সিদ্ধান্ত বদল, নতুন পদ্ধতিতে হবে জাকসুর ভোট গণনা
৯/১১ হামলার বিষয়ে আগেই জানতো ইসরায়েলি গোয়েন্দারা
মেক্সিকোতে গ্যাস পরিবহনকারী ট্রাকে বিস্ফোরণ, নিহত ৩
শিবির সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছাত্রদলের
আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়
টরন্টোতে টাইমলেস লুকে জাহ্নবী কাপুরের রাজকীয় উপস্থিতি

৯/১১ হামলার বিষয়ে আগেই জানতো ইসরায়েলি গোয়েন্দারা

অনলাইন ডেস্ক

৯/১১ হামলার ২৪ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল সাংবাদিক ও টিভি উপস্থাপক টাকার কার্লসন দাবি করেছেন, ইসরায়েলি গোয়েন্দারা হামলার পরিকল্পনার বিষয়ে আগেই অবগত ছিলেন।

পিয়ার্স মরগানের শো আনসেন্সরড নিউজ-এ অংশ নিয়ে কার্লসন বলেন, ৯/১১ হামলা সম্পর্কে ইসরায়েল কখনোই তাদের মনোভাব লুকায়নি। বরং ইসরায়েলি নেতৃত্ব মনে করতো, এ হামলার ফলে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।

তিনি বলেন, “আমি কখনো বলিনি হামলাটি ইহুদিরা ঘটিয়েছে। বরং এ ধরনের অভিযোগ আসল প্রশ্নগুলো ধামাচাপা দিতে ব্যবহৃত হয়।” কার্লসন জানান, ৯/১১-এর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সাক্ষাৎকারে বলেছিলেন, “এটা ভালো ঘটনা, কারণ এতে আমেরিকাও সেই লড়াইয়ে জড়িয়েছে, যা আমরা বহু বছর ধরে লড়ছি।”

২০০২ সালে কংগ্রেসে নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে কার্লসন জানান, নেতানিয়াহু বলেছিলেন—যুদ্ধে যেতে গণতান্ত্রিক দেশগুলোকে অনেক সময় ‘বোমা মেরে বাধ্য করতে হয়’। তিনি হামলার তুলনা করেন পার্ল হারবারের সঙ্গে।

কার্লসন আরও বলেন, বহুল আলোচিত “ইসরায়েলি আর্ট স্টুডেন্টস”–এর মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে বিভিন্ন সামরিক ও গোয়েন্দা স্থাপনায় ঢোকার চেষ্টা করেছিল। এসব ব্যক্তির অনেকেই প্রকৃতপক্ষে শিল্পশিক্ষার্থী ছিলেন না, বরং গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।

এফবিআই-এর নথির বরাতে তিনি দাবি করেন, এদের মধ্যে কয়েকজন ৯/১১ হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং হামলার ভিডিও ধারণ করেছিলেন, যা থেকে ধারণা করা যায়—তারা আগেই হামলার বিষয়ে জানতেন।

২০০০ সালের শেষ দিক থেকে এই আর্ট স্টুডেন্টরা মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক ভবনে গিয়ে ছবি বিক্রি ও কর্মকর্তাদের সঙ্গে মেলামেশার চেষ্টা করতেন। অভিযোগ রয়েছে, তারা গোপন প্রবেশপথ, চিহ্নহীন স্থান, এমনকি কর্মকর্তাদের বাসায়ও যেতেন।

২০০১ সালের শুরুর দিক থেকে হামলার আগ পর্যন্ত অন্তত ১৪০ জন ইসরায়েলি নাগরিককে সন্দেহজনক কর্মকাণ্ডের জন্য আটক করা হয়। হামলার পর আরও ৬০ জনকে গ্রেপ্তার করা হয়। অনেকেই হামলাকারীদের আশপাশে বাসা ভাড়া নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

৯/১১: ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসী হামলা

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদা সদস্যরা যুক্তরাষ্ট্রে একযোগে কয়েকটি আত্মঘাতী হামলা চালায়। তারা দুটি বিমান ছিনতাই করে নিউইয়র্কের টুইন টাওয়ারে ধাক্কা মারে, একটি আছড়ে পড়ে পেন্টাগনে, এবং আরেকটি পেনসিলভানিয়ায় ভেঙে পড়ে।

এই হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন এবং ২৫ হাজারের বেশি আহত হন। ৭৭টি দেশের নাগরিক এতে প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন নিউইয়র্কের ৪৪১ জন উদ্ধারকর্মী। এছাড়া ধ্বংসস্তূপে কাজ করতে গিয়ে বহু মানুষ পরবর্তীতে নানা রোগে আক্রান্ত হন।

টুইন টাওয়ারে হামলার সময় ভিতরে ছিলেন প্রায় ১৭,৪০০ জন মানুষ। নর্থ টাওয়ারের ইমপ্যাক্ট জোনে কেউই বাঁচেননি, তবে সাউথ টাওয়ারে ১৮ জন অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ