সর্বশেষ
গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশসহ চারভাবে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ 
জামালদের নিয়ে নেপাল ছাড়লো সেনাবাহিনীর বিশেষ বিমান
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১৪ জনের প্রাণহানি
ঘষা দিতেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ
নুরের ওপর হামলায় সরকারের টালবাহানা মেনে নেব না: আল মামুন
বন্ধুর সহায়তায় জীবনে প্রথম ভোট দিলেন দৃষ্টিপ্রতিবন্ধী আইয়ুব আলী, জানালেন অভিজ্ঞতা
নাগরিকত্ব নিয়ে মিথ্যাচার, টিউলিপের বিরুদ্ধে তদন্ত শুরু
জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন
সিদ্ধান্ত বদল, নতুন পদ্ধতিতে হবে জাকসুর ভোট গণনা
৯/১১ হামলার বিষয়ে আগেই জানতো ইসরায়েলি গোয়েন্দারা
মেক্সিকোতে গ্যাস পরিবহনকারী ট্রাকে বিস্ফোরণ, নিহত ৩
শিবির সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছাত্রদলের
আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়
টরন্টোতে টাইমলেস লুকে জাহ্নবী কাপুরের রাজকীয় উপস্থিতি

নুরের ওপর হামলায় সরকারের টালবাহানা মেনে নেব না: আল মামুন

অনলাইন ডেস্ক

গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেছেন, নুরুল হক নুরের ওপর হামলার ১৪ দিন অতিক্রান্ত হলেও হামলাকারীদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি অভিযোগ করে বলেন, সেনাবাহিনী ও পুলিশের কতিপয় সদস্যের সম্পৃক্ততায় প্রকাশ্যে যে ন্যাক্কারজনক হামলার দৃশ্য সারাদেশের মানুষ মিডিয়ার মাধ্যমে দেখেছে, সেই হামলাকারীরা চিহ্নিত হওয়ার পরেও গ্রেফতার হয়নি।   

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি এসব কথা বলেন।

হাসান আল মামুন বলেন, সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন গঠনের ঘোষণা দেওয়া হলেও সেটির কোনো দৃশ্যমান কার্যক্রম এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি। সরকারের এই টালবাহানা জনগণ মেনে নেবে না। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘সরকার কি সেনাবাহিনীকে ভয় পাচ্ছে, নাকি অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে এখানে?’

তিনি আরও বলেন, হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পাশাপাশি তদন্ত কমিশনের কার্যক্রম জনসম্মুখে প্রকাশ করতে হবে।

আওয়ামী লীগকে ঘিরে সেনাপ্রধানের বক্তব্য প্রসঙ্গ টেনে হাসান আল মামুন বলেন, সেনাপ্রধান নিজেই বলেছেন তিনি আওয়ামী লীগকে পুনরায় ‘রিফাইন’ করতে চান, স্বচ্ছ আওয়ামী লীগকে ফেরাতে চান। কিন্তু সেই আশার গুড়ে বালি হওয়ায় নুরের ওপর এই হামলা চালানো হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, পরবর্তীতে আবারও জাতীয় পার্টির মাধ্যমে ‘রিফাইন’ আওয়ামী লীগের চেষ্টা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে হাসান আল মামুন আরও জানান, নুরুল হক নুর ঢাকা মেডিকেলে ১৪ দিন ধরে চিকিৎসাধীন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, তার শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে। এমন ঘোষণা সরকারের প্রেস সচিব নিজেও দিয়েছিলেন। কিন্তু এ পর্যন্ত কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি বলেন, ‘যদি সরকার এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না আনে, তাহলে আমাদের নেতাকর্মীরা নিজেরাই নুরুল হক নুরের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবে।’

ঢাকা মেডিকেলের চিকিৎসায় তারা সন্তুষ্ট হলেও হাসান আল মামুন জানান, দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য নুরকে বিদেশে নেওয়া জরুরি। কিন্তু সরকার এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ