ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে তৃতীয় দিনের মতো ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের পাশাপাশি এবার রেলপথ অবরোধ করেছে আন্দোলনকারীরা। ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক পথে ২১ জেলার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া সকাল থেকে ভাঙ্গার ওপর দিয়ে ঢাকার সঙ্গে রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে রেলপথ অবরোধ শুরু হয়। ফলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস মুকসুদপুর রেলস্টেশনে থেমে আছে।
এলাকাবাসী ও ভাঙ্গা রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা রেলপথের ভাঙ্গা উপজেলার কৈডুবি রেলগেটে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রেলপথ অবরোধ শুরু হয়। খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের লোকো রিভার্স করা হয়েছে মুকসুদপুর স্টেশনে। বিকল্প পথ হিসেবে ট্রেনটি কাশিয়ানী জংশনে গিয়ে বোয়ালমারী হয়ে কালুখালী দিয়ে রাজবাড়ী অথবা যমুনা সেতু হয়ে ঢাকা যেতে হবে। এছাড়া বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনটি এ পথে আসা বন্ধ করা হয়েছে।
ভাঙ্গার কৈডুবি রেলের গেটকিপার মুস্তাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ৭টা থেকে গাছের গুঁড়ি ফেলে রেলগেট বন্ধ করে রেখেছে স্থানীয়রা। ফলে সকাল থেকে এ পথে কোন ট্রেন চলাচল করেনি। ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ সাকিব আকন্দ বলেন, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ভাঙ্গায় সকাল সোয়া ৮টায় পৌঁছানোর কথা। কিন্তু রেললাইন অবরোধের কারণে ট্রেনটি ভাঙ্গায় পৌঁছতে পারেনি। মুকসুদপুর এলাকায় অবস্থান করছে।
এ বিষয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশের ইনচার্জ শাবুর হোসেন বলেন, ঢাকাগামী জাহানাবাদ ট্রেনটি মুকসুদপুর এলাকায় আটকা পড়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবরোধকারীরা অবরোধ না তুললে বা পরিস্থিতি শান্ত না করা পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখছি না।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো. রোকিবুজ্জামান বলেন, সকাল ৭টা থেকে অবরোধ চলছে। যান চলাচল বন্ধ হয়ে থাকায় যাত্রী ও পণ্য পরিবহনে ব্যাপক সমস্যা হচ্ছে। কাঁচা তরিতরকারি এবং মৎস্য পরিবহনে ব্যাপক সমস্যা হচ্ছে। খুলনা থেকে ঢাকাগামী ২০ লাখ টাকার চিংড়ি রেনুপোনা বহনকারী একটি গাড়ি আটকা পড়ায় মালিক কান্নাকাটি করছেন তার গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আন্দোলনকারীরা গাড়ি ছাড়ছেন না। আসলেই এর একটা বিহীত হওয়া দরকার।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনের নগরকান্দায় যুক্ত করে গেজেট প্রকাশ করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো ভাঙ্গায় একাধিকবার মহাসড়ক অবরোধ, মানববন্ধন, হাইকোর্টে রিট দায়ের করা এবং রেলপথ অবরোধ করা হয়।