জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হলসংসদ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে এবার সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
ড. রেজওয়ানা করিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।
এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থা ও ব্যর্থতা স্বীকার করে জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দেন অধ্যাপক মাফরুহী সাত্তার।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান জানিয়েছেন, আজ দুপুর ২টার মধ্যে শেষ হবে জাকসুর ভোট গণনা, তবে সন্ধ্যা ৭টায় ফল ঘোষণা করা হবে।