সর্বশেষ
জিএম কাদের একদিনও কারাগারে যাননি, মিছিল-সমাবেশও করতে পারেননি: রুহুল আমিন
জাকসু নির্বাচন: হল সংসদের ভিপি-জিএস হলেন যারা
আবু সাঈদের মতো জীবন দিয়ে হলেও পিআর ঠেকাবে ছাত্রদল: হামিম
এখনই যুগপৎ আন্দোলন বা জোটে যাচ্ছে না এনসিপি, প্রকাশিত খবরটি ‘মিসলিডিং’
‘মাহফুজ আলমকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার ও উপদেষ্টারা’
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ১২ দিনের ছুটি, কবে থেকে?
কারফিউ প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে নেপালের জনজীবন
এবার সার আমদানিতে সরকারের বিপুল অর্থ সাশ্রয়, অযৌক্তিক মুনাফার সুযোগ বন্ধ: কৃষি মন্ত্রণালয়
ভোট কারচুপি প্রমাণ করতে পারলে পদত্যাগ করব: প্রধান নির্বাচন কমিশনার
শিক্ষার্থীদের স্বার্থে রায় মেনে নেওয়ার কথা বললেন ছাত্রদলের এজিএস প্রার্থীসহ ৩ জনের
নির্ধারিত সময়ে এলডিসি থেকে উত্তরণে প্রস্তুতি নিচ্ছে সরকার: আনিসুজ্জামান চৌধুরী
নেইমার কেমন খেলছে দেখব না, সম্পূর্ণ ফিট হলেই চলবে: আনচেলত্তি
পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য ড. স্নিগ্ধা
এমপি-মন্ত্রী হওয়ার জন্য পাগল হবেন না: গয়েশ্বর চন্দ্র রায়
ওবায়দুল কাদেরের তদবিরে রক্ষা পেলেও এবার বেরিয়ে আসছে সালমার থলের বিড়াল

জিএম কাদের একদিনও কারাগারে যাননি, মিছিল-সমাবেশও করতে পারেননি: রুহুল আমিন

অনলাইন ডেস্ক

‘একদিনও কারাগারে যাননি, বড় কোনো মিছিল-সমাবেশও করতে পারেননি’—জি এম কাদের প্রসঙ্গে এই মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

তিনি বলেন, গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান তথা ‘জুলাই বিপ্লব’ এবং সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচন রাজনৈতিক দলগুলোর জন্য বড় শিক্ষা। তার ভাষায়, ‘রাজনীতিতে যদি দম্ভ, অহংকার, প্রতিহিংসা ও জিঘাংসার চর্চা থাকে, তবে পতন অনিবার্য।’

শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় হাওলাদার এ মন্তব্য করেন।

তিনি বলেন, মানুষের মন জয় করতে হলে ভালোবাসা দিয়ে জয় করতে হবে। আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য সময়োপযোগী ও গঠনমূলক রাজনীতি প্রয়োজন। এ বি এম রুহুল আমিন হাওলাদার আরও যোগ করেন, ‘যে রাজনীতিতে থাকবে না কোনো ব্যক্তিস্বার্থ, থাকবে কেবল দেশ ও দেশের মানুষের কল্যাণ—সেই রাজনীতিই টিকে থাকবে।’

জাতীয় পার্টির মহাসচিব মনে করেন, ডাকসু ও জাকসু নির্বাচনে ‘মানুষের ভালোবাসার জয় হয়েছে। তিনি বলেন, এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা সাজানোর প্রয়োজন।

তিনি বলেন, আগামী দিনে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিকে দেশের সকল মানুষের কাছে নিয়ে যেতে হলে ভালোবাসাকে ছড়িয়ে দিতে হবে সর্বত্র। কর্তৃত্ববাদ পরিহার করে দলকে নিয়ে যেতে হবে তৃণমূলে। যদি মানুষের ভালোবাসা অর্জন করা যায় তাহলে জাতীয় পার্টিকে এদেশের মানুষ আবারো ভালোবেসে আলিঙ্গন করে নেবে।

তিনি উল্লেখ করেন, ‘৩৫ বছর আমরা রাষ্ট্রক্ষমতার বাইরে। জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছি। মাঝে মাঝে রাজনৈতিক কৌশলের কারণে অন্য কোনো দলের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। কিন্তু দলীয় প্রতীক লাঙ্গল আমাদের নির্বাচিত নেতৃত্বের হাতেই থাকবে।’

রুহুল আমিন হাওলাদার দাবি করেন, জি এম কাদের ভাই সূত্রে এরশাদের দলের চেয়ারম্যান হলেও ‘একদিনও কারাগারে যাননি, বড় কোনো মিছিল-সমাবেশও করতে পারেননি।’

হাওলাদার বলেন, জাতীয় পার্টি সব নিয়ম মেনে সম্মেলন সম্পন্ন করেছে এবং এখন চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বেই লাঙ্গল প্রতীক থাকবে।

সভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মাশরুর মাওলা, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহবায়ক শারফুদ্দিন আহমেদ শিপু, সদস্য সচিব মাসুক রহমান, নির্বাহী সদস্য আফতাব গনি, মেহেবুব হাসান, মোহাম্মদ সেলিম, মোতালেব হোসেন, ইদি আমিন অ্যাপোলো, মোঃ মোয়াজ্জেম, মো: ইসরাক, মোঃ নাসির, মোঃ রিপন ও মোহাম্মদ মাসুম প্রমুখ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ