সর্বশেষ
জনগণ সংস্কার বোঝে না, এটা বাস্তবসম্মত কথা নয়: তাসনিম জারা
‘পিরিয়ড ট্যাক্সের’ বিরুদ্ধে আইনি লড়াইয়ে মাহনুর
বিকেলের মধ্যে গেজেট প্রকাশ না হলে রোববার যমুনা অভিমুখে লং মার্চ: ইবতেদায়ী শিক্ষকরা
ফ্লোরিডার বিশ্ববিদ্যালয়গুলোতে এইচ-১বি ভিসা নিয়ে গভর্নরের কড়া সিদ্ধান্ত
মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী
‘জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে’
বিএনপির জন্ম হয়েছে ‘হ্যাঁ’ ভোটে, মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে: পাটওয়ারী
সাবেক এমপি নদভী দম্পতিসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে বিতর্কের মুখে ভারতীয় নেতা
কাবিননামায় সই করেছেন, ‘না’ বলার সুযোগ নেই
ফিল্মফেয়ার কাভার গার্ল তামান্না ধরা দিয়েছেন নানান লুকে
দুর্যোগপূর্ণ আবহাওয়া, আছে বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
আবার বাড়ল সোনার দাম, আজ থেকে কার্যকর
তানজিদের ফিফটি, জয়ে দরকার ২৪ বলে ৪২

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারকে বিদায়ী সংবর্ধনা

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানকে বিদায় সংবর্ধনা দিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনের মিলনায়তনে বিদায়ী হাইকমিশনারকে সংবর্ধনা দেওয়া হয়। ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকার সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনায় হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বিদায়ী হাইকমিশনারের দায়িত্ব পালনকা‌লে মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল, বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে যে সব পদক্ষেপ গ্রহণ করেছেন তা তুলে ধরেন।

তারা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিভিন্ন কল্যাণ ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য বিদায়ী হাইকমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানান। বিদায়ী হাইকমিশনার দায়িত্ব পালনের সময় দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পূর্বের যে কোনো সময়ের তুলনায় অনেক জোরদার হয়েছে বলে বক্তারা মত প্রকাশ করেন।

হাইকমিশনার বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত সব প্রবাসীকে সহযোগিতা করা এবং মালয়েশিয়ার সরকারের কাছ থেকে প্রবাসীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা আদায়ের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মালয়েশিয়ায় সুন্দরভাবে বসবাস করার পরিবেশ তৈরি করে দেওয়ার লক্ষ্য নিয়ে তিনি কাজ করার চেষ্টা করেছি।

তিনি বলেন, প্রবাসীদের ন্যায্য দাবিগুলো এই দেশের সরকারের কাছে তুলে ধরা, তাদের বিভিন্ন সমস্যাগুলোর সমাধান এবং দুই দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক জোরদার করার কাজে তিনি বাংলাদেশ সরকার, মালয়েশিয়া সরকার এবং প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা পেয়েছেন। তিনি এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে প্রবাসী বাংলাদেশিরা এর ফলাফল ভোগ করতে সক্ষম হবেন।

উল্লেখ্য, মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে শামীম আহসান গত ২০ অক্টোবর ২০২৩ সা‌লে দায়িত্ব গ্রহণ করেন। তার সময়কালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম  বাংলাদেশ সফর করেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করেন। প্রধান উপদেষ্টার সফরের সময় দুই দেশের মধ‍্যে ৮টি গুরুত্বপূর্ণ ইন্সট্রুমেন্ট স্বাক্ষরের মাধ্যমে বন্ধুপ্রতিম এ দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ