আগামীর দুনিয়ার সবকিছুরই নিয়ন্ত্রক হবে অ্যাপ, তা প্রায় সুনিশ্চিত। ক্রমান্বয়ে অ্যাপে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার অভূতপূর্ব সব ফিচার আর কর্মকৌশল।
নিজেকে আরও অপ্রতিরোধ্য করতে মেসেঞ্জার অ্যাপকে বিশেষ সুরক্ষিত করার বার্তা দিয়েছেন মার্ক জাকারবার্গ। সামাজিক যোগাযোগের চেহারা বদলে দেওয়া জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপে কমবেশি সবাই নিবন্ধিত। বন্ধু আর স্বজনের সঙ্গে সহজে যোগাযোগ ছাড়াও ব্যক্তিগত কথাবার্তার জন্য অ্যাপটি সব বয়সীর কাছে জনপ্রিয়।
তবে থেকে থেকেই অ্যাপটির সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে, ছড়ায় বিতর্ক। আর এমন প্রশ্নেই জাকারবার্গ মেসেঞ্জারে নিরাপত্তার ধারাবাহিক ডেভেলপমেন্টের কথা জানান। অ্যাপটি এখন হোয়াটসঅ্যাপের মতো এন্ড-টু-এন্ড এনক্রিপটেড হয়ে উঠেছে। ফলে সুরক্ষায় যুক্ত হলো বাড়তি নিশ্চয়তা। ব্যক্তিগত কথাবার্তা ও দাপ্তরিক বার্তা বিনিময়ে নিজেকে আরও সুরক্ষিত করছে মেসেঞ্জার। মূল প্রতিষ্ঠান, অর্থাৎ মেটার কর্মীরা নিজের প্রতিষ্ঠান থেকে মেসেঞ্জারের উন্নয়নের কোনো অংশে প্রবেশের সুযোগ পাবে না বলে মেটা সূত্রে জানানো হয়।
নতুন ফিচার যুক্ত হচ্ছে এআই মেসেজিং। ফলে নিবন্ধিতদের জন্য আরও যোগ্য হবে মেসেঞ্জার। মেসেঞ্জার চ্যাটে বর্ণিল থিম, স্ট্য়াটিক কালার ও গ্র্যাডিয়েন্ট থিমে পরিবর্তন দৃশ্যমান। ইমোজির নতুনত্ব, যা নিজের মতো কাস্টমাইজ করার স্বাধীনতা পাবেন নিবন্ধিতরা। সব মিলিয়ে চলতি বছরে অ্যাপ দুনিয়ায় আরও বর্ণিল ও উত্তেজনাকর সব পরিবর্তন আসছে, তা প্রায় নিশ্চিত করেই বলা যায়।
