ইউরোপা লিগে নাটকীয় এক ম্যাচে রোমাকে হারিয়েছে ফরাসি ক্লাব লিলে। শেষ মুহূর্তে টানা তিনটি পেনাল্টি বাঁচিয়ে দলকে জেতান লিলের গোলরক্ষক বারকে ওজের। তার দল লিল মাঠ ছাড়ে ১-০ গোলের নাটকীয় এক জয় নিয়ে।
ম্যাচের শুরুতে হাকন হারাল্ডসনের গোলে এগিয়ে যায় লিলে। তবে রোমার সামনে সমতা ফেরানোর সুযোগ আসে ম্যাচের শেষ দিকে। আইসা মান্ডির হাত লাগায় রোমা পায় পেনাল্টি।
প্রথমে আরতেম দোভবিক শট নেন। ওজের তা ঠেকিয়ে দেন। কিন্তু রেফারির সিদ্ধান্তে আবারও নেওয়া হয় পেনাল্টি, কারণ পেনাল্টিটি নেওয়ার আগেই ডিফেন্ডার রোমাঁ পেরো পেনাল্টি অঞ্চলের ভেতরে ঢুকে গিয়েছিলেন।
দোভবিক আবার শট নেন, কিন্তু ওজের দ্বিতীয়বারও রুখে দেন। এবার রেফারি জানান, গোলরক্ষক লাইনের সামনে এগিয়ে গিয়েছিলেন। ফলে আবারও পুনরায় নেওয়ার সুযোগ পায় রোমা।
তৃতীয়বার দোভবিক শট না নিয়ে দায়িত্ব দেন মাতিয়াস সুলেকে। কিন্তু তাকেও হতাশ করেন ওজের। পরপর তিনটি পেনাল্টি ঠেকিয়ে রোমার সমতা ফেরানোর আশা শেষ করে দেন এই তরুণ গোলরক্ষক।
শেষ পর্যন্ত ওজেরের দুর্দান্ত নৈপুণ্যে টিকে যায় লিলে। এই জয়ে ইউরোপা লিগে টানা দ্বিতীয় জয় পেল তারা।