সর্বশেষ
গাজায় কোন আন্তর্জাতিক বাহিনী ঢুকবে, তা ঠিক করবে ইসরায়েল : নেতানিয়াহু
পাঁচ বছর পর ভারত-চীনের সরাসরি ফ্লাইট চালু
রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কোথায়, জানালো কারা অধিদপ্তর
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশ রিপাবলিকান পার্টিও পেলো হাতি মার্কা
প্রতিহিংসার রাজনীতির পরিহার করতে হবে: আমীর খসরু
সমাজমাধ্যমে অপপ্রচার, ৫০ কোটি টাকার মানহানি মামলা বিএনপি নেতার
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নতুন পরিচালক
মেট্রোরেলে দুর্ঘটনার পর আলোচনায় ‘বিয়ারিং প্যাড’: কী এটি, কেন এত গুরুত্বপূর্ণ
দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে: সেনাপ্রধান
আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি: আখতার
মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, চাকরির আশ্বাস
একজনের নামে সর্বোচ্চ কয়টি সিম থাকবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
জিমেইল হ্যাক হলে অ্যাকাউন্ট ফিরে পাবার উপায়
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পে কমিশনে ইউট্যাবের স্মারকলিপি

‘ফ্লোটিলা’ কী এবং কোন কাজে ব্যবহার করা হয়?

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক রাজনীতি, সামরিক কৌশল কিংবা মানবিক সহায়তা—এই তিনটি ক্ষেত্রেই একটি শব্দ বারবার উঠে আসে সেটা ফ্লোটিলা। শব্দটি শুনতে নতুন লাগলেও এর শিকড় বহু পুরনো এবং বহুমাত্রিক। বিশেষত সামরিক ও কূটনৈতিক পরিসরে ফ্লোটিলা এখন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিভাষা।

‘ফ্লোটিলা’ শব্দটি এসেছে স্প্যানিশ ‘ফ্লোটা’ শব্দ থেকে। যার অর্থ ‘নৌবহর’। এটি মূলত ছোট আকারের নৌযান বা যুদ্ধজাহাজের একটি সংগঠিত বহরকে বোঝায় যা একসঙ্গে নির্দিষ্ট কোনো লক্ষ্যে পরিচালিত হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর ব্যবহার ছড়িয়ে পড়েছে সামরিক বাহিনী ছাড়িয়ে নাগরিক সমাজ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোতেও।

একটি ফ্লোটিলা হতে পারে পুরোপুরি সামরিক—যেমন সাবমেরিন বা টর্পেডো বোট নিয়ে গঠিত নৌবাহিনীর ইউনিট। আবার, এটি হতে পারে একঝাঁক ত্রাণবাহী বেসামরিক জাহাজ, যারা কোনো অবরুদ্ধ জনগোষ্ঠীর কাছে খাদ্য, ওষুধ বা অন্যান্য সহায়তা নিয়ে যায়।

উদাহরণস্বরূপ, ২০২৫০ সালের গাজা ফ্লোটিলা বিশ্বব্যাপী আলোড়ন তুলেছে। ইসরায়েলি অবরোধ অমান্য করে বিভিন্ন দেশের নাগরিকরা ফিলিস্তিনে ত্রাণ পৌঁছাতে চেয়েছিলেন। অভিযানে অংশ নেওয়া জাহাজগুলো একত্রে ‘ফ্লোটিলা’ হিসেবে পরিচিতি পায়।

আধুনিক যুগে ‘ফ্লোটিলা’ কেবল সামরিক পরিভাষায় আটকে নেই। এটি হয়ে উঠেছে প্রতিবাদ, প্রতিরোধ এবং মানবিক সহানুভূতির প্রতীক। কখনও এটি প্রতিরোধের ভাষা, আবার কখনও বা শান্তির বার্তাবাহক।

তবে সামরিক কৌশলে ফ্লোটিলা এখনও একটি কার্যকর ইউনিট। বিশেষ করে যেসব অপারেশনে বড় যুদ্ধজাহাজ পাঠানো ঝুঁকিপূর্ণ বা অপ্রয়োজনীয়, সেখানে ছোট নৌযানগুলোর সমন্বিত ফ্লোটিলা দ্রুত ও কার্যকরভাবে কাজ করতে পারে।

বাংলাদেশের প্রেক্ষাপটেও এই ধারণাটি অপরিচিত নয়। উপকূলীয় নিরাপত্তা, সামুদ্রিক সীমান্ত রক্ষা কিংবা উপকূলবর্তী অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় নৌবাহিনীর ছোট ছোট ইউনিটগুলোর মধ্যে ‘ফ্লোটিলা’ ধরনের সমন্বয় দেখা যায়। যদিও আনুষ্ঠানিকভাবে এই পরিভাষাটি আমাদের সামরিক পরিসরে খুব বেশি ব্যবহৃত হয় না, তবুও এর কার্যকারিতা ব্যাপক।

সূত্র: মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি, গ্লোবাল সিকিউরিটি

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ