বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন করেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গত ১ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি। একইদিনে চলে যান দেশের বাইরে।
আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে হয়েছে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ। বলা হচ্ছিল, এই নির্বাচনে ই-ভোট দিয়েছেন ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর হওয়া তামিম।
তবে ভোটগ্রহণ শেষ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে তামিম জানিয়েছেন, এ খবর সত্য নয়। তিনি ভোটই দেননি।
ফেসবুক পোস্টে তামিম বলেন, অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়।
তিনি আরও বলেন, আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।







