ফরিদপুরে সাড়ে ৪ বছরের এক শিশু কণ্যাকে ধর্ষণচেষ্টার মামলায় মো. সমসের মোল্যা নামে ৬০ বছরের এক বৃদ্ধকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ওই বৃদ্ধকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত সমসের মোল্যা রাজবাড়ী জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন এবং পরে কারাগারে পাঠানো হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ১৮ জুলাই শিশুটি বাড়ির পাশে রাস্তায় খেলাধুলা করার সময় পাশ্ববর্তী একটি ঘাস ক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায় ওই বৃদ্ধ।
এ সময় শিশুটির দাদি খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখে ফেললে দৌড়ে পালিয়ে যায় সমসের মোল্যা। এ ঘটনার ৫ দিন শিশুটির মা ফরিদপুর কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বৃদ্ধ সমসের মোল্যাকে একমাত্র আসামি করে মামলা করেন। এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেছেন।






