রাওয়ালপিন্ডিতে ৩০ আগস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ১০ উইকেটে হেরেছে তারা। দলটির টিম ম্যানেজমেন্ট তাই দ্বিতীয় টেস্টের দলে ডেকেছে তিন ক্রিকেটারকে। এছাড়া পুনরায় দলে যোগ দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
প্রথম টেস্ট শেষে শাহিনকে ছুটি দেওয়া হয়েছিল। প্রথম সন্তানের বাবা হয়েছেন তিনি। পরিবারকে সময় দিয়ে পুনরায় দলে যোগ দিয়েছেন। এছাড়া ফিটনেস জটিলতার কারণে প্রথম টেস্টে ছিলেন না পেস অলরাউন্ডার আমির জামাল। তিনিও যোগ দিয়েছেন দলে। ফিটনেস পরীক্ষায় পাস করলে খেলানো হবে তাকে।
পাকিস্তান প্রথম টেস্টের একাদশে কোন স্পিনার রাখেনি। যে কারণে লেগ স্পিনার আবরার আহমেদকে দলে ডাকা হলেও তাকে পরে ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচ খেলতে পাঠানো হয়। এবার পিন্ডি টেস্টের আগে আবরারকে ডাকা হলো দলে। তার সঙ্গে ফেরানো হয়েছে বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার কামরান ঘুলামকে।
পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দল: শান মাসুদ (অধিনায়ক), সূদ শাকিল, আমির জামাল, আবরার আহমেদ, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, কামরান ঘুলাম, খুররম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ূব, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ, শাহিন আফ্রিদি।