সর্বশেষ
আশা জাগিয়েও হংকংয়ে ড্র করলো বাংলাদেশ
রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল: প্রধান উপদেষ্টা
হজ নিবন্ধনের সময় বাড়ল
মার্কিন বিজ্ঞানীর উদ্ভাবন, স্টিলের চেয়ে ১০ গুণ শক্ত এই কাঠ
মিরপুরের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৬
শরীয়তপুরকে ঢাকা বিভাগের সঙ্গেই রাখার দাবিতে পদ্মা সেতু অবরোধ
সুজানের নতুন গান, ভিডিও নির্মাণ হলো এআই দিয়ে
মিরপুরে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ
‘আগুন আগুন’ চিৎকার করে ফোন রাখেন, তারপর থেকে নজরুলের ফোন বন্ধ
আগে ২ গোল করেও হেরে গেল ব্রাজিল
মাউশির মহাপরিচালক অধ্যাপক আজাদ ওএসডি
‘জনগণ সরকারকে ট্যাক্স দেয়, বিনিময়ে সুবিধা পায় না’
মিরপুরে গার্মেন্টস ও গোডাউনে আগুন: ৯ মরদেহ উদ্ধার

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার চেয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ৬ অক্টোবরে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় বিবাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনকেও এই আইনি নোটিশ দেওয়া হয়েছে।

এ ছাড়া জনপ্রশাসন সচিব ও নিয়োগ বিজ্ঞপ্তিতে সই করা শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ শাখা-১ এর উপসচিবকেও বিবাদী করা হয়েছে।

পিআরএলে থাকা মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক মো. আবেদ নোমানীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সারউজ্জামান মঙ্গলবার (১৩ অক্টোবর) এই নোটিশ পাঠিয়েছেন। আইনজীবীর মাধ্যমে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবসহ অন্যদের নোটিশটি পাঠানো হয়েছে।

এর আগে গত ৬ অক্টোবর মাউশির মহাপরিচালক পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিসিএস শিক্ষা ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করার জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীকে সৎ, দায়িত্বপরায়ণ ও প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর থাকা আবশ্যক।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ