সর্বশেষ
আওয়ামী লীগ এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: মান্নান 
ইটকাটার মেশিন থেকে শ্রমিকের দেহের অংশ উদ্ধার করল ফায়ার সার্ভিস
জাবিতে বাড়ানো হলো বিভাগভিত্তিক আসন সংখ্যা
চুয়াডাঙ্গায় মাদক সেবন নিয়ে সংঘর্ষে আহত ৪, আটক ২
অনলাইন হাঁকডাকেই সীমাবদ্ধ লকডাউন, বাস্তব চিত্র স্বাভাবিক 
কিশোরীর আত্মহত্যাচেষ্টা, প্রেমিকের দোকানে ভাঙচুর স্বজনদের
পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে ঢুকে কক্ষ ভাঙচুর, ভিডিও ভাইরাল
আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ
কেন্দ্রীয় ঈদগাহের পাশে ড্রাম ভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার
‘ঢাকা লকডাউন’ ঘিরে সতর্ক নগরবাসী
জরুরি বৈঠক ডাকল এনসিপিও
প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন
চুয়াডাঙ্গার সাবেক মেয়র ঢাকায় আটক
ধামরাই যুবদলের মোটরসাইকেল শোডাউন 
দেশের অর্থনীতির চালিকাশক্তি কৃষি খাত: কৃষি সচিব

সিরিজ জয় নিশ্চিত করতে আজ মাঠে নামছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

দাপুটে জয় দিয়ে ওয়ানডে সিরিজটা শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে দেখা গেছে মিরপুরের চিরচেনা স্লো লো টার্নিং পিচ। সিরিজজুড়েই এমন পিচ থাকার সম্ভাবনাই বেশি। ফলে উইকেটের ফায়দা লুটে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়টা নিশ্চিত করে ফেলতে চাইবে বাংলাদেশ।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। খেলা শুরু হবে দুপুর দেড়টায়।

প্রথম ওয়ানডে জেতার ফলে দ্বিতীয় ওয়ানডে জিতে গেলে সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। সিরিজের তৃতীয় ওয়ানডেতেও বাংলাদেশ জিতলে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১০ নম্বরে নামিয়ে ৯ম স্থানে উঠে যাবে বাংলাদেশ। এমন সুযোগ অবশ্যই হেলায় হারাতে চাইবে না টাইগাররা। ফলে বিশ্বকাপে সরাসরি যেতে এই সিরিজে ৩-০ ব্যবধানেই জয়ের লক্ষ্য বাংলাদেশের।

প্রথম ওয়ানডেতে ২০ উইকেটের ১১টাই স্পিনারদের পকেটে। আর ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে বাংলাদেশি স্পিনাররা তো রীতিমতো উৎসব করেছেন, ১০ উইকেটের ৮টাই শিকার করেছেন। দ্বিতীয় ওয়ানডের আগে তাই প্রশ্ন উঠছে, একাদশে কি আজ একজন পেসারও জায়গা পাবেন?

প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক আদৌ নয়। কারণ প্রথম ম্যাচে পেসারদের কাছ থেকে সাকুল্যে ৭ ওভার আদায় করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সবচেয়ে বেশি ওভার করেছেন মোস্তাফিজুর রহমান। কিন্তু তারও গতি ছিল গড়পড়তার চেয়ে কম।

তাসকিন আহমেদ মেইডেন দিয়ে শুরু করেছিলেন। কিন্তু তিনিও পরের ওভারে ১০ রান হজম করে বসেন। ম্যাচে সেটাই তার অ্যাকশনে আসা। এরপর তাকে আর দ্বিতীয় স্পেলের জন্য ডাকেননি অধিনায়ক।

দ্বিতীয় ওয়ানডেতে তাসকিনের থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। এদিকে গতকালই একাদশে নেওয়া হয়েছে স্পিনার নাসুম আহমেদকে। আজ তাসকিনের জায়গায় তার দলে ঢুকে পড়ার সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে মোস্তাফিজ মিরপুরের উইকেটে দারুণ কার্যকরী। পুরো ক্যারিয়ারে তার বোলিং গড় যেখানে ২৬.৭৯, সেখানে মিরপুরে গড়টা নেমে এসেছে ১৬.৮৫-এ। সে কারণেই আজ টিকে যেতে পারেন তিনি। হতে পারেন আজকের একাদশের সবেধন নীলমণি পেসারটি।

এদিকে ব্যাটিংয়ে প্রথম ম্যাচে ধুঁকেছে বাংলাদেশ। ওপেনাররা রান পাননি। তবে এরপরও ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসার সম্ভাবনা নেই তেমন। পরিবর্তন আসতে পারে ওই একটিই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ—
সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ