সর্বশেষ
জনগণ সংস্কার বোঝে না, এটা বাস্তবসম্মত কথা নয়: তাসনিম জারা
‘পিরিয়ড ট্যাক্সের’ বিরুদ্ধে আইনি লড়াইয়ে মাহনুর
বিকেলের মধ্যে গেজেট প্রকাশ না হলে রোববার যমুনা অভিমুখে লং মার্চ: ইবতেদায়ী শিক্ষকরা
ফ্লোরিডার বিশ্ববিদ্যালয়গুলোতে এইচ-১বি ভিসা নিয়ে গভর্নরের কড়া সিদ্ধান্ত
মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী
‘জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে’
বিএনপির জন্ম হয়েছে ‘হ্যাঁ’ ভোটে, মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে: পাটওয়ারী
সাবেক এমপি নদভী দম্পতিসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে বিতর্কের মুখে ভারতীয় নেতা
কাবিননামায় সই করেছেন, ‘না’ বলার সুযোগ নেই
ফিল্মফেয়ার কাভার গার্ল তামান্না ধরা দিয়েছেন নানান লুকে
দুর্যোগপূর্ণ আবহাওয়া, আছে বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
আবার বাড়ল সোনার দাম, আজ থেকে কার্যকর
তানজিদের ফিফটি, জয়ে দরকার ২৪ বলে ৪২

ইয়ামাল না এমবাপ্পে? এল ক্লাসিকোয় শেষ হাসি হাসবেন কে?

অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকে যে ম্যাচে, সেই এল ক্লাসিকো গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জন্য হয়ে উঠেছিল মূর্তিমান এক দুঃস্বপ্ন। স্পেনের ঘরোয়া ফুটবলে ট্রেবল জয়ের পথে চারবার রিয়ালকে হারিয়েছিল বার্সোলোনা। ওই চার ম্যাচে ১৬ গোল হজমের ধাক্কায় শিরোপাশূন্য মৌসুম শেষে রিয়াল ছাড়তে হয় ক্লাব ইতিহাসের সফলতম কোচ কার্লো আনচেলত্তিকে। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে এল ক্লাসিকোয় বার্সার একাধিপত্যের ইতি টেনে এবার তার বদলা নিতে মুখিয়ে আছে রিয়াল। তাদের ডেরা বার্নাব্যুতে আজ মৌসুমের প্রথম ক্লাসিকো। বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে লা লিগার মহারণে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সা। লড়াইটা দুদলের দুই মহাতারকা কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালেরও।

নয় ম্যাচ শেষে দ্বিতীয স্থানে থাকা বার্সার (২২) চেয়ে দুই পয়েন্টে এগিয়ে শীর্ষে রিয়াল (২৪)। আজ জিতলে লা লিগার শিরোপা রেসে পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবেন এমবাপ্পেরা। অন্যদিকে ইয়ামালরা জিতলে শীর্ষস্থান হারাবে রিয়াল। গত মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোল করেছিলেন রিয়ালের ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। অন্যদিকে সবচেয়ে বেশি গোল বানিয়ে দিয়েছিলেন বার্সার স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল। এ মৌসুমে চোট নিয়ে লম্বা সময় মাঠের বাইরে থাকলেও এল ক্লাসিকোয় বার্সার তুরুপের তাস হতে পারেন ইয়ামাল। চোটের কারণে রাফিনিয়া ও রবার্ট লেওয়ানডোস্কি ছিটকে যাওয়ায় ১৮ বছর বয়সি এই তরুণ তারকাকে ঘিরে রণকৌশল সাজাচ্ছেন কোচ হান্সি ফ্লিক।

এ মৌসুমে বার্সা ‘দশে মিলে করি কাজ’ নীতি অনুসরণ করলেও রিয়াল উড়ছে এমবাপ্পের ডানায় ভর করে। দলের মোট গোলের ৫৪ শতাংশ (১৫টি) এমবাপ্পে একাই করেছেন। লিগে দলের ২০ গোলের ১০টি তার। এক বছর আগে বার্নাব্যুতে নিজের প্রথম ক্লাসিকোয় বার্সার হাই ডিফেন্সের ফাঁদে পড়ে দলের ৪-০ গোলের অসহায় হার দেখেছিলেন এমবাপ্পে। পরে বার্সার মাঠে ফিরতি ম্যাচে তার হ্যাটট্রিকের পরও রিয়াল হারে ৪-৩ গোলে। কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও ইয়ামালের বার্সার কাছে হেরেছিল এমবাপ্পের রিয়াল। এবার নতুন গল্প লিখতে চান এমবাপ্পে। তিনি ব্যর্থ হলে লিগের ক্লাসিকোয় জয়ের সংখ্যায় রিয়ালকে (১০৫) ধরে ফেলবে বার্সা (১০৪)।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ