কুয়ালালামপুরের আকাশে রোববার (২৬ অক্টোবর) সকালেই নেমেছে বিশ্ব রাজনীতির ভারি পদচারণা। চলতি বছরের সবচেয়ে আলোচিত কূটনৈতিক আয়োজন—৪৭তম আসিয়ান সম্মেলনে অংশ নিতে রোববার সকালেই মালয়েশিয়ায় অবতরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক দশক পর এটিই কোনো মার্কিন প্রেসিডেন্টের মালয়েশিয়া সফর, আর ট্রাম্পের নিজেরও প্রথম আনুষ্ঠানিক আগমন এই দেশে।
সকাল ১০টার দিকে প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান নেমে আসে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুংগা রায়া কমপ্লেক্সে। রানওয়েতে ট্রাম্পকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।
রাষ্ট্রীয় মর্যাদা অনুযায়ী আয়োজিত সংক্ষিপ্ত স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য ও শীর্ষ কর্মকর্তারা। ট্রাম্পের সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল।
সফরের সময় তার নিরাপত্তা বহরে থাকবে বিশেষভাবে আনা সাঁজোয়া প্রেসিডেন্টিয়াল গাড়ি ‘দ্য বিস্ট’, যা ইতোমধ্যেই কুয়ালালামপুরের রাস্তায় কৌতূহল সৃষ্টি করেছে।
অবতরণের পর ট্রাম্প সরাসরি যান কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (কেএলসিসি), যেখানে আজ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বসছে আসিয়ান নেতৃবৃন্দের বৈঠক ও একাধিক দ্বিপাক্ষিক আলোচনা।
মার্কিন প্রেসিডেন্টের এই সফরকে বিশ্লেষকরা দেখছেন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশল পুনরুজ্জীবনের ইঙ্গিত হিসেবে।
জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, এটি ট্রাম্পের দায়িত্বে ফেরার পর প্রথম আসিয়ান সম্মেলনে অংশগ্রহণ এবং মালয়েশিয়ায় তার প্রথম রাষ্ট্রীয় সফর।
উল্লেখ্য, মালয়েশিয়ায় এর আগে মাত্র দুইজন মার্কিন প্রেসিডেন্ট সফর করেছেন—লিন্ডন বি. জনসন (১৯৬৬) এবং বারাক ওবামা (২০১৪ ও ২০১৫)।









