দেশি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড অঞ্জন’স-এ ৩০ আগস্ট ২০২৪ থেকে শুরু হতে যাচ্ছে মূল্যছাড় অফার। নির্দিষ্ট পোশাক ও অনুষঙ্গে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ব্র্যান্ডটি।
দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড অঞ্জন’স-এ আগামীকাল শুক্রবার (৩০ আগস্ট) শুরু হতে যাচ্ছে মূল্যছাড়ের আয়োজন। ব্র্যান্ডটি তাদের নির্দিষ্ট ডিজাইনের পোশাকের ওপর সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বিশাল মূল্যছাড় দিচ্ছে। প্রায় সব মৌসুমের পোশাক এ আয়োজনে পাওয়া যাবে।
এই অফারে থাকছে সালোয়ার–কামিজ, শাড়ি, পাঞ্জাবি, শার্ট ও ফতুয়া। এ ছাড়া আছে জুয়েলারিসহ বিভিন্ন পণ্য। দেশীদশ ছাড়া অঞ্জন’স–এর সব আউটলেটে ২১ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এই মূল্যছাড় চলবে। আউটলেট ছাড়াও পছন্দের পণ্যটি ঘরে বসে অনলাইনেও অর্ডার করা যাবে www.anjans.com এই ঠিকানায়।