সর্বশেষ
রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কোথায়, জানালো কারা অধিদপ্তর
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশ রিপাবলিকান পার্টিও পেলো হাতি মার্কা
প্রতিহিংসার রাজনীতির পরিহার করতে হবে: আমীর খসরু
সমাজমাধ্যমে অপপ্রচার, ৫০ কোটি টাকার মানহানি মামলা বিএনপি নেতার
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নতুন পরিচালক
মেট্রোরেলে দুর্ঘটনার পর আলোচনায় ‘বিয়ারিং প্যাড’: কী এটি, কেন এত গুরুত্বপূর্ণ
দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে: সেনাপ্রধান
আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি: আখতার
মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, চাকরির আশ্বাস
একজনের নামে সর্বোচ্চ কয়টি সিম থাকবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
জিমেইল হ্যাক হলে অ্যাকাউন্ট ফিরে পাবার উপায়
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পে কমিশনে ইউট্যাবের স্মারকলিপি
‘নির্বাচনকে উপলক্ষ্য করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে’
ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খুললেন ববি

মেট্রোরেলে দুর্ঘটনার পর আলোচনায় ‘বিয়ারিং প্যাড’: কী এটি, কেন এত গুরুত্বপূর্ণ

অনলাইন ডেস্ক

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের ‘বিয়ারিং প্যাড’ পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় সারাদেশে আলোচনায় এসেছে এই রেলের কাঠামোর বিষয়টি।

রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম আবুল কালাম (৩৫), তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে।

দুর্ঘটনার পর দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়। পরে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত অংশে ট্রেন চলাচল পুনরায় চালু করা হয়।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর একই ধরনের ঘটনা ঘটেছিল, তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। তখন প্রাণহানি না ঘটলেও এবারের দুর্ঘটনায় একজনের মৃত্যুতে বিয়ারিং প্যাডের নিরাপত্তা ও মান নিয়ে প্রশ্ন উঠেছে।

বিয়ারিং প্যাড কী

‘বিয়ারিং প্যাড’ হচ্ছে রাবার ও ইস্পাতের স্তরযুক্ত একটি ইলাস্টোমেরিক প্যাড, যা উড়াল সেতু বা মেট্রোরেল ভায়াডাক্টের পিলার ও ট্র্যাকের সংযোগস্থলে বসানো হয়।
এর মূল কাজ হলো—

কম্পন ও ঝাঁকুনি প্রতিরোধ করা,

কাঠামোর ভারসাম্য রক্ষা করা এবং

দীর্ঘমেয়াদে অবকাঠামো ক্ষয় রোধ করা।

বিশেষজ্ঞদের মতে, প্রতিটি বিয়ারিং প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এটি সঠিকভাবে বসানো না হলে কাঠামোর স্থায়িত্বে মারাত্মক ঝুঁকি তৈরি হয়।

তবে মেট্রোরেলের বিয়ারিং প্যাড নিয়ে প্রশ্ন তুলেছিল বুয়েট। ২০২০ সালে এটির মান নিয়ে প্রশ্ন উঠে। বুয়েটের পরীক্ষায় দেখা যায়, প্রকল্পের উত্তরা-আগারগাঁও অংশে ব্যবহারের জন্য আমদানি করা বিয়ারিং প্যাডের একটি অংশ মানোত্তীর্ণ নয়।

বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি বিয়ারিং প্যাড বসানো হয় পিয়ার ও উড়ালপথের সংযোগস্থলে, যা পুরো কাঠামোর স্থায়িত্ব ও ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো সরবরাহ করেছিল প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইতাল-থাই ডেভেলপমেন্ট কোম্পানি। মান খারাপ প্রমাণিত হওয়ায় নতুন প্যাড আমদানি করতে হয়, ফলে প্রকল্পের সময়সূচিতে দেরি ঘটে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ