সুখবর পেলেন সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৮৬ বলে ৯১ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাংকিংয়ের নতুন হালনাগাদে ২৪ ধাপ এগিয়ে ৬২ নম্বরে সৌম্য।
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের জয়ে মুখ্য ভূমিকা ছিল তার ব্যাটে। ৮৬ বলে ৯১ রানের ইনিংস শুধু দলের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেয়নি, বরং ফিরিয়ে দিয়েছে আত্মবিশ্বাসের রঙও। সিরিজ জয়ের সেই ম্যাচেই বল হাতে জ্বলে ওঠেন নাসুম আহমেদ। ৬ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট-র্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে তিনি এখন ৪৭ নম্বরে। একই ম্যাচে তিন উইকেট নেওয়া রিশাদ হোসেনও উঠেছেন ৬২ নম্বরে।
সিরিজের শেষ ম্যাচে দুটি উইকেট নিয়ে ২৭ ধাপ এগিয়ে ৬৮তম পজিশনে তানভির ইসলাম। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে ১৭ নম্বর পজিশনে মেহেদী হাসান মিরাজ। অলরাউন্ডারদের তালিকায়ও আগের মতোই তিনি চার নম্বরে।
ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশের সেরা অবস্থান তৌহিদ হৃদয়ের। ধারাবাহিক পারফরম্যান্সে ৩৫ নম্বরে আছেন তিনি। এক ধাপ এগিয়ে নাজমুল হোসেন শান্ত এখন ৪২ নম্বরে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ৪ উইকেট নিয়ে ১৬ ধাপ এগিয়ে গেছেন ৪৪ নম্বরে।
চট্টগ্রামের প্রথম টি-টোয়েন্টির পারফরম্যান্সও যুক্ত হয়েছে এই হালনাগাদে। ২৫ বলে ২৮ রান করে তৌহিদ হৃদয় দুই ধাপ এগিয়েছেন, এখন ৪৩ নম্বরে। বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে সাইফ হাসান-২০তম স্থানে, যদিও দুই ধাপ পিছিয়েছেন।
ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে এখনও রশিদ খান। দুইয়ে কেশভ মহারাজ। অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই এক নম্বরে আজমাতউল্লাহ ওমারজাই, ভারতের অক্ষর প্যাটেল চার ধাপ এগিয়ে এখন ৮ নম্বরে।









