সর্বশেষ
রোহিত-কোহলিকে পিছনে ফেলে টি-টোয়েন্টিতে বাবরের ইতিহাস
ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস
প্রতিদিন ২টি খেজুর খেলে আপনি যে ৫টি উপকার পাবেন
পাল্লা দিয়ে আবেদন ছড়াচ্ছেন টালিউডের তিন কন্যা
ব্রাইডাল আমেজের তিন লুকে ঝলমল করছেন কেয়া পায়েল
রাজধানীর যেসব এলাকার মার্কেট শনিবার বন্ধ
বন্ধ হচ্ছে অবৈধ ফোন! আপনার ফোনটি কি বৈধ, বুঝবেন যেভাবে
দিনভর ব্যস্ত থাকতে হবে ক্রীড়াপ্রেমীদের
মুসলিম স্পেনে চামড়া শিল্পের বিকাশ
আরিফুল-মুক্তাদিরের মধ্যে কে হচ্ছেন ধানের শীষের কাণ্ডারি
জুলাই সনদ নিয়ে প্রতারণা সহ্য করা হবে না: রাশেদ খাঁন
বান্দরবানে ৬ রিসোর্টকে সাত লাখেরও বেশি জরিমানা
‘পানি জাহাঙ্গীরের’ বিরুদ্ধে ১০০ কোটি টাকার অর্থপাচার মামলা
এপেক সম্মেলনে ভাষণ দিলেন চীনের প্রেসিডেন্ট জিনপিং
বিয়ে-চাকরিসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ক্যানসার স্কিনিং বাধ্যতামূলক করার পরামর্শ বিশেষজ্ঞদের

যে ভুলে বাতিল হতে পারে ওমরাহ ভিসা

অনলাইন ডেস্ক

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসার নীতিমালা সংশোধন করেছে। পরিবর্তিত নীতিমালা অনুযায়ী, ওমরাহ ভিসা পাওয়ার ৩০ দিনের মধ্যে সৌদি আরবে না গেলে বা যাওয়ার জন্য নিবন্ধন না করলে ওই ভিসা বাতিল হয়ে যাবে।

বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া। তবে নিয়ম বদলালেও ভিসার মেয়াদে কোনো পরিবর্তন আসছে না।

আগের মতোই, সৌদি আরবে প্রবেশের পর ৯০ দিন পর্যন্ত ওমরাহ ভিসার মেয়াদ থাকবে এবং প্রবেশের দিনটি থেকে ওই ৯০ দিন গণনা শুরু হবে।

তবে পূর্বের নিয়মে ভিসা পাওয়ার এক মাসের মধ্যে সৌদি আরবে প্রবেশের কোনো বাধ্যবাধকতা ছিল না। নিয়মের পরিবর্তন মূলত এখানেই।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোনো হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করতে নাম নথিভুক্ত না করেন, তবে তার ওমরাহ ভিসা বাতিল হয়ে যাবে।

আল-জাজিরাকে ওই সূত্রগুলো জানান, আগামী সপ্তাহ থেকে নতুন এই নীতি আনুষ্ঠানিকভাবে চালু হবে। সূত্রগুলো নিশ্চিত করেছেন, ওমরাহ ভিসার মেয়াদ কমছে না।

এ সিদ্ধান্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে সৌদি আরবের ওমরাহ ও পর্যটন বিষয়ক জাতীয় কমিটির উপদেষ্টা আহমেদ বাজাঈফার আল আরাবিয়াকে বলেন, আগামীতে ওমরাহ করতে আসা মুসুল্লির সংখ্যা উল্লেখযোগ্য আকারে বাড়বে। সেজন্য মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবেই নীতিমালা সংশোধন করা হয়েছে।

তিনি আরও জানান, বিশেষ করে গ্রীষ্ম মৌসুম শেষ হওয়া এবং মক্কা ও মদিনায় তাপমাত্রা কমার পর ওমরাহ যাত্রীদের ভিড় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নতুন ওমরাহ মৌসুম শুরুর পর থেকে, অর্থাৎ জুন মাসের প্রথম দিক থেকে এ পর্যন্ত ৪০ লাখের বেশি বিদেশির জন্য ওমরাহর ভিসা ইস্যু করা হয়েছে।

গত কয়েক বছরের তুলনায় এবার ওমরাহযাত্রীর চাপ বেশ বেশি। চলতি বছর ওমরাহ মৌসুমের মাত্র পাঁচ মাসে বিদেশি হজযাত্রীর সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে।

সূত্র: আল আরাবিয়া

ওমরাহ | ভিসা | সৌদি আরব

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ